অপরূপ দৃশ্য় কাঞ্চনজঙ্ঘার। নিজস্ব চিত্র।
ঘাম ভুলে কেবল শীত ঘুমের শুরু। তার পর চোখ মেলতেই কাঞ্চন দর্শন। স্বপ্ন হলেও সত্যি। করোনা আবহে পরিব্রাজন ভুলে শুধু মাত্র ঘরে দিন যাপন জীবনে লক্ষ্মী পুজোর দিনে ধূপগুড়ি ও জলপাইগুড়িতে ঝাপি খুলে দিল প্রকৃতি। শহর থেকেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার।
প্রাতঃভ্রমণে বেরিয়ে নীল আকাশের ক্যানভাসে হিমালয়ের শিখর দর্শনে আপ্লুত জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি-সহ গোটা ডুয়ার্স। প্রচুর মানুষ সকাল থেকে ভিড় জমান ধুপগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে। সেই দৃশ্য মোবাইল ও ক্যামেরা বন্দি করেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।
ধূপগুড়ি শহরের স্টেশন মোড়, নাথুয়াগামী রাজ্যসড়ক, খুট্টিমারি বনবস্তি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, চুড়াভান্ডার, মেটলি, ধূপগুড়ি রেলস্টেশন থেকে দেখা মিলল বরফ ঢাকা পাহাড় চূড়ার। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অন্যান্য বছর আকাশ পরিষ্কার থাকলে নভেম্বর মাসে সামান্য হলেও দেখা মিলত কাঞ্চন চূড়ার। শহরের দূষনের মাত্রা অনেকটাই কমেছে। ঝকঝকে হয়েছে প্রকৃতি। ফলে কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্ট দেখা যাওয়ার পিছনে এটাই কারণ বলে মনে করছেন প্রকৃতিপ্রেমীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy