Advertisement
E-Paper

কৃষি-মজুরদের সম্মেলন, ডাক পথ অবরোধেরও

সভা শুরুর আগে মৌলালি মোড়ে জব-কার্ড হাতে কর্মনিশ্চয়তা প্রকল্পে কাজের দাবিতে সরব হয়েছিলেন কয়েকশো খেতমজুর।

বাম কৃষক ও কৃষি-মজুর সংগঠনগুলির রাস্তায় বিক্ষোভ।

বাম কৃষক ও কৃষি-মজুর সংগঠনগুলির রাস্তায় বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৬
Share
Save

একশো দিনের কাজ পশ্চিমবঙ্গে দ্রুত চালু করার দাবিকে সামনে রেখে সিপিএম, সিপিআই, সিপিআই (এম-এল) লিবারেশন, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের কৃষি-শ্রমিক এবং মজদুর সংগঠনগুলি যৌথ সম্মেলন থেকে এক যোগে সরব হল। মৌলালি যুবকেন্দ্রে বৃহস্পতিবার ‘গ্রামীণ শ্রমজীবী কনভেনশনে’ যোগ দিয়েছিলেন তুষার ঘোষ, নিরাপদ সর্দার, সজল অধিকারী, তপন গঙ্গোপাধ্যায়, ফরিদ মোল্লা, মিহির পাল-সহ সংশ্লিষ্ট সংগঠনগুলির নেতৃত্ব।

বাম কৃষক ও কৃষি-মজুর সংগঠনগুলির যৌথ সম্মেলন।

বাম কৃষক ও কৃষি-মজুর সংগঠনগুলির যৌথ সম্মেলন। —নিজস্ব চিত্র।

সভা শুরুর আগে মৌলালি মোড়ে জব-কার্ড হাতে কর্মনিশ্চয়তা প্রকল্পে কাজের দাবিতে সরব হয়েছিলেন কয়েকশো খেতমজুর। এরই পাশাপাশি আলুর সহায়ক মূল্য ন্যূনতম ১৩০০ টাকা করার দাবিতে আজ, শুক্রবার রাজ্য জুড়ে পথ অবরোধের ডাক দিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। সংগঠনের রাজ্য শাখার তরফে অমল হালদার, কার্তিক পালেরা জানিয়েছেন, সকাল ১১টা থেকেএক ঘণ্টার রাস্তা অবরোধ করা হবে নানা জায়গায়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Left CPIM Forward Bloc

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}