Advertisement
১০ জানুয়ারি ২০২৫
Murshidabad

তৃণমূলে বিক্ষুব্ধদের কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান অধীর চৌধুরীর

বুধবার অধীরের উপস্থিতিতে বহরমপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন শতাধিক রাজনৈতিক কর্মী। সেখানেই এ কথা বলেছেন তিনি।

তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান। দলীয় পতাকা তুলে দিচ্ছেন অধীর চৌধুরী। —নিজস্ব চিত্র

তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান। দলীয় পতাকা তুলে দিচ্ছেন অধীর চৌধুরী। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৬:১৩
Share: Save:

বিক্ষুব্ধ, বঞ্চিত তৃণমূল নেতা-কর্মীদের কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান জানালেন অধীর চৌধুরী। কংগ্রেসে এলে তাঁদের যোগ্য সম্মান দেওয়া হবে বলেও মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বুধবার অধীরের উপস্থিতিতে বহরমপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন শতাধিক রাজনৈতিক কর্মী। সেখানেই এ কথা বলেছেন তিনি।

সম্প্রতি মুর্শিদাবাদ জেলা সভাধিপতি তথা তৃণমূল নেতা মোশারফ হোসেনের নিরাপত্তারক্ষী তুলে নিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে অধীর বলেন, ‘‘প্রশাসনকে দিয়ে দলকে রক্ষা করার চেষ্টা করছে তৃণমূল। এর আগেও প্রাক্তন জেলা সভাধিপতিকে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে। নানা ভাবে ক্ষমতার অপব্যবহার করছে রাজ্যের শাসকদল।’’

এখানেই থামেননি অধীর। তিনি আরও বলেন, ‘‘তৃণমূল দলের কোনও রাজনৈতিক অস্তিত্ব নেই। যাঁরা মনে করবেন তৃণমূল করতে অসুবিধা হচ্ছে, তাঁদের জন্য কংগ্রেসের দরজা খোলা আছে। কংগ্রেস থেকে তৃণমূল দলের জন্ম হয়েছিল। আপনারা আবার কংগ্রেসে ফিরে আসুন। আপনাদের মর্যাদা দেওয়ার ক্ষমতা রয়েছে কংগ্রেসের।’’

আরও পড়ুন: মাত্র ১২ ভোটে হিলসায় জয়ী আরজেডি প্রার্থী! কী বললেন ৫ ভোটে হারা সুজন চক্রবর্তী

আরও পড়ুন: ৭ মাসের ‘ঘুম’ ভাঙা আড়ষ্টতা কাটতেই ভিড়-ব্যস্ততার চেনা ছবি হাওড়া স্টেশনে

তাঁর নিরাপত্তারক্ষী তুলে নেওয়া প্রসঙ্গে এ দিন মুখ খুলেছেন মোশারফ হোসেনও। তিনি বলেন, ‘‘আমি যখন জনপ্রতিনিধি হয়েছি, তখন নিরাপত্তারক্ষী নিয়ে হইনি। মানুষ আমাকে জনপ্রতিনিধি করেছে। মুর্শিদাবাদ জেলার মানুষের প্রতি আমার আস্থা ও বিশ্বাস আছে। আগামী দিনে নিরাপত্তা না পেলেও মুর্শিদাবাদ জেলার মানুষই আমাকে নিরাপত্তা দেবে।’’

অন্য বিষয়গুলি:

Adhir Chowdhury TMC Congress Murshidabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy