Advertisement
E-Paper

জবাবই মিলল না মোদীর দফতর থেকে

আর জি কর কাণ্ডের পরে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ হলেও এ বিষয়ে নরেন্দ্র মোদী-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নীরবতা নিয়ে রাজনৈতিক শিবিরে প্রশ্ন উঠেছিল। এ বার প্রধানমন্ত্রীর কাছে নির্যাতিতার বাবা-মা সময় চেয়েও কোনও জবাব না মেলায়, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

প্রেমাংশু চৌধুরী

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৬
Share
Save

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু— দু’জনের কাছেই আর জি কর হাসপাতালের নির্যাতিতার বাবা-মা সময় চেয়েছিলেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনও জবাবই মেলেনি। রাষ্ট্রপতির দফতর জানিয়েছে, বিষয়টি বিবেচনা করা হলেও সময়ের অভাবে রাষ্ট্রপতি দেখা করতে পারছেন না।

আর জি কর কাণ্ডের পরে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ হলেও এ বিষয়ে নরেন্দ্র মোদী-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নীরবতা নিয়ে রাজনৈতিক শিবিরে প্রশ্ন উঠেছিল। এ বার প্রধানমন্ত্রীর কাছে নির্যাতিতার বাবা-মা সময় চেয়েও কোনও জবাব না মেলায়, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে কলকাতা থেকে দিল্লি এসে নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা কেন্দ্রীয় সরকারের তরফে শুধুমাত্র সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গেই দেখা করার সুযোগ পেলেন। তার পরে সুপ্রিম কোর্টে পরিবারের আইনজীবী করুণা নন্দীর সঙ্গে দেখা করে রাতেই কলকাতা ফিরে গেলেন।

সারাদিন খুব ধকল হয়ে যাচ্ছে? প্রশ্ন শুনে সিবিআইয়ের সদর দফতরের সামনেই কেঁদে ফেললেন নির্যাতিতার বাবা। তাঁর প্রশ্ন, ‘‘আর আমাদের কী কাজ আছে, এই বিচারের জন্য দৌড়ে বেড়ানো ছাড়া? মেয়েকে ডাক্তার করতে গিয়ে ৬২ বছর বয়স হয়ে গিয়েছে। আরও ১০ বছর যদি বাঁচি, এই বিচারের জন্যই বেঁচে থাকব। লড়াই করব।’’ তরুণী চিকিৎসকের মায়ের চোখেও জল বাঁধ ভাঙল।

সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ আজ নির্যাতিতার বাবা, মায়ের সঙ্গে দেখা করে এক ঘণ্টারও বেশি সময় কথা বলেছেন। সেই সময়ে প্রবীণের সঙ্গে আরও আধ ডজন উচ্চপদস্থ অফিসার বৈঠকে ছিলেন। কলকাতা থেকে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে এসেছিলেন ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস’-এর তিন চিকিৎসক, তমোনাশ চৌধুরী, উৎপল বন্দ্যোপাধ্যায় ও রাজীব পাণ্ডে। সিবিআইয়ের অফিসারেরা নির্যাতিতার বাবা-মা ও চিকিৎসকদের অভিযোগ নথিবদ্ধ করে নিয়েছেন। সিবিআইয়ের তদন্ত নিয়ে হতাশা প্রকাশের পাশাপাশি নির্যাতিতার বাবা, মা ও চিকিৎসকেরা সিবিআই ডিরেক্টরকে জানিয়েছেন, তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই পরিবারকে আর কোনও খবরই দিচ্ছে না। চিকিৎসকদের অভিযোগ, সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজা নির্যাতিতার পরিবারকে কিছু জানানো দূরে থাক, এখন আর বাবা-মায়ের ফোনই ধরেন না।

পরে নির্যাতিতার বাবা বলেন, ‘‘সিবিআইয়ের ডিরেক্টর আশ্বস্ত করে জানিয়েছেন, ন্যায়বিচার পাবেন, ধৈর্য ধরতে হবে। তদন্তকারী অফিসারদের উপরে আস্থা রাখতে না পেরে যে এত দূর ছুটে এসেছি, তা বুঝতে পেরেছেন। সিবিআই শিয়ালদহ কোর্টে জানিয়েছে, আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। আসলে কেউ যোগাযোগ রাখেন না। সেটাও জানিয়েছি। উনি বলেছেন, কিছু অসুবিধা রয়েছে। সব সময় সহযোগিতা করা যায় না। তবে যোগাযোগ রাখা হবে।’’

আর জি করের তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের মামলায় এখনও পর্যন্ত প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে একটিই চার্জশিট দায়ের করেছে সিবিআই। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণাও হয়েছে। সিবিআই গত সোমবার শিয়ালদহ কোর্টে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিয়েছে। সূত্রের খবর, খুব শীঘ্রই অতিরিক্ত চার্জশিট দায়ের করা হবে। তাতে তথ্যপ্রমাণ লোপাটের বিষয় থাকতে পারে। চিকিৎসক তমোনাশ চৌধুরী বলেন, ‘‘সিবিআই ডিরেক্টরকে আমরা জানিয়েছি, প্রকৃত দোষী এখনও আড়ালে রয়েছে। যারা তথ্যপ্রমাণ লোপাট করেছে, তাদের এখনও তদন্তের আওতায় আনা হয়নি। হত্যার পরিকল্পনা যারা করেছিল, তারাও তদন্তের বাইরে। হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে আঙুল তোলার জন্যই আমাদের মেয়েকে হত্যা করা হয়েছে।’’ চিকিৎসকরা জানান, সময় চাইলেও প্রধানমন্ত্রীর দফতর থেকে তাঁরা জবাব পাননি। বুধবার রাষ্ট্রপতির দফতর সময়ের অভাবের কথা জানিয়ে দিয়েছিল।

তরুণী চিকিৎসকের বাবা-মা যখন দিল্লি এসেছেন, সেই সময়ে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তদন্ত নিয়ে সিবিআইকে তোপ দেগেছেন। এখনও পর্যন্ত তদন্তের ফয়সালা করতে না পারার জন্য সিবিআইয়ের দিকে আঙুল তুলেছেন তিনি। নিহত চিকিৎসকের বাবা বলেন, ‘‘আমরা মুখ্যমন্ত্রীর কথার গুরুত্ব দিই না। তাঁর কথা শুনতেও চাই না।’’ আগামী ১৭ মার্চ সুপ্রিম কোর্টে আর জি করের মামলার শুনানি রয়েছে। তখন বা তার আগে দিল্লিতে ধর্নার পরিকল্পনা নিয়ে চিকিৎসকরা চিন্তাভাবনা করছেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

RG Kar Medical College and Hospital Incident RG Kar Rape and Murder Case PM Narendra Modi Droupadi Murmu

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}