ডোমকলে পাটের খেতে বিস্ফোরণে মৃত্যু হল এক জনের। নিজস্ব চিত্র।
বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক যুবকের। জখম হলেন তিন জন। বিস্ফোরণে আহতদের এক জনের ডান হাত উড়ে গিয়েছে! সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ ডোমকলের তিন নম্বর ওয়ার্ডের বঘারপুর রমনার মণ্ডলপাড়া এলাকায়।
অভিযোগ, সোমবার সকালে জমি দখলের ‘বরাত’ পেয়েছিলেন চার ব্যক্তি। তাই রাতে একটি পাটের খেতে বোমা বাঁধতে বসেছিলেন তাঁরা। সে সময় হঠাৎই বোমা ফেটে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর ২৭ এর সিরাজুল শেখের। তাঁর পেশা চাষবাস হলেও যুবককে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে বোমা বাঁধতে ডাকা হয়েছিল বলে দাবি তাঁর পরিবারের। যদিও কে বা কারা তাঁদের বরাত দিয়েছিলেন, তা এখনও জানা যায়নি।
মৃতের বাবা আশরফ মণ্ডলের দাবি, ‘‘ওরা মোটা অঙ্কের টাকার টোপ দিয়েছিল ছেলেকে। নিষেধ করেছিলাম। ও শুনল না।’’ স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে বোমা বিস্ফোরণ হয় একটি পাটের জমিতে। খবর পেয়েই ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy