দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার ফাইল চিত্র
প্রায় আড়াই দশক। ১৯৯৮ সালের ১ জানুয়ারি নতুন দলের যাত্রা শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। অতঃপর পর পর তিন বার ক্ষমতা দখল করে পশ্চিমবঙ্গের শাসক দল এখনও তৃণমূল। দেশের বহু রাজ্যে শাখা বিস্তার করেছে দল।
প্রতিষ্ঠা দিবসে দলের কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানালেন তৃণমূলনেত্রী। লিখলেন, ‘এই দলের সব নেতা-কর্মীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মা-মাটি-মানুষের পরিবার। আমাদের যাত্রা শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৮ সালে। সেই থেকে মানুষের সেবা এবং হিতসাধনে নিয়োজিত রেখেছি।’ টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
On #TMCFoundationDay, I extend my best wishes to all our workers, supporters and members of the Maa-Mati-Manush family.
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2022
Our journey began on January 1st, 1998 and since then we have been committed in our efforts towards serving people and ensuring their welfare. (1/2)
On #TMCFoundationDay, I salute all our workers for their diligence in upholding the values of the @AITCofficial family. Thank you for finding the courage to fight those that dare to abuse our basic rights.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 1, 2022
Let us remain committed towards serving the people of this great nation.
লেখেন, ‘নতুন বছর অঙ্গীকার করছি, সব ধরনের অসাম্যের বিরুদ্ধে লড়ব।’ একই সঙ্গে বিনয়ী থাকার বার্তাও দেন মমতা। লেখেন, ‘প্রত্যেককে সম্মান করুন। আমাদের দেশে গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যাতে অক্ষুণ্ণ থাকে তার চেষ্টা করুন। এত বছর ধরে আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।’
Wishing everyone a very Happy New Year!
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2022
May 2022 turn out to be a year that fills your lives with peace and prosperity. May all your dreams come true. May God bless you and your loved ones.
Please remember to follow all COVID protocols as you celebrate.
পরে পৃথক টুইটে নতুন বছরের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কোভিডবিধি মেনে উৎসবে সামিল হতেও অনুরোধ করেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy