মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসার পরীক্ষায় কোচবিহারে নজর কাড়ল দিনহাটার মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পরীক্ষার্থীরা। শনিবার মাদ্রাসা বোর্ডের পরীক্ষার ফল প্রকাশিত হয়। দিনহাটার ওই মাদ্রাসার ৯২ জন পরীক্ষার্থীর ৯০ জন পাশ করেছে। তাদের মধ্যে তিন পরীক্ষার্থী নজর কাড়া ফল করেছে। ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক জ়াকির হোসেন জানান, এ বছর মোট পরীক্ষা দেয় ৯২ জন। পাশ করে ৯০ জন। সাতশোর বেশি পেয়েছে দু’জন। জেলায় সম্ভাব্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান দখল করে শিক্ষা প্রতিষ্ঠানের তিন পরীক্ষার্থী মাসুদ মিয়া, রিশান হোসেন ও মোস্তফা মিয়া। আলিম, ফাজিল পরীক্ষাতেও দিনহাটার পরীক্ষার্থীরা নজর কাড়া ফল করে তাক লাগিয়েছেন।