Advertisement
০২ নভেম্বর ২০২৪
Snowfall

বছরের শেষ দিনে তুষারপাত দার্জিলিঙের সান্দাকফুতে, ভিড় বাড়ছে পর্যটকদের

সান্দাকফুর নীচের উচ্চতায় টংলু, টুমলিং-সহ , কালিপোখরি, বিকে ভঞ্জন-সহ বিভিন্ন এলাকাতে শনিবার সকালের দিকে হালকা তুষারপাত হয়।

বছরের শেষ দিনে তুষারে ঢাকল দার্জিলিং পাহাড়ের বিভিন্ন এলাকা।

বছরের শেষ দিনে তুষারে ঢাকল দার্জিলিং পাহাড়ের বিভিন্ন এলাকা। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১৬:২১
Share: Save:

বছরের শেষ দিনে তুষারপাত দেখল দার্জিলিং। শনিবার ভোর থেকে তুষারপাত শুরু হয় সান্দাকফুতে। বড়দিনের শুরুতে উত্তর সিকিমে তুষারপাত শুরু হলেও দিন গুনছিল দার্জিলিং। এ বার সেই আশা পূর্ণ হল। ২০২২ সালের শেষ দিনে পর্যটকে ছয়লাপ পাহাড় ঢাকল তুষারে।

দার্জিলিং শহর থেকে কিছুটা বেশি উচ্চতায় সান্দাকফু থেকে ফালুট যাওয়ার পথে চন্দুগ্রামে হালকা থেকে মাঝারি তুষারপাত হয়। অপেক্ষাকৃত নিচু এলাকায় আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বড়দিন থেকেই পর্যটকে ঠাসা পাহাড়। তবে সেই তুলনায় সান্দাকফু, ফালুট-সহ বিভিন্ন এলাকায় প্রবল ঠান্ডার কারণে পর্যটকের সংখ্যা কিছু কম। বছর শেষে তুষারপাত উপভোগ করছেন তাঁরাই।

সান্দাকফুর নীচের উচ্চতায় টংলু, টুমলিং-সহ , কালিপোখরি, বিকে ভঞ্জন-সহ বিভিন্ন এলাকাতেও শনিবার সকালের দিকে হালকা তুষারপাত হয়। স্থানীয়দের একাংশের দাবি, শনিবারের আবহাওয়া বলছে বছরের প্রথম দিনই ফের তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তর সিকিমে শনিবার আবার তুষারপাত হয়। এ নিয়ে ডিসেম্বরে তিন দফায় তুষারপাত হল উত্তর সিকিমে। লাচুং, লাচেন-সহ উত্তর সিকিমের বিভিন্ন এলাকা এখন কার্যত বরফের চাদরে ঢাকা। তুষারপাতের জেরে উত্তর সিকিমের ছাঙ্গু হ্রদ-সহ বিভিন্ন এলাকায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম সরকার।

অন্য বিষয়গুলি:

Snowfall snow Sandakphu Darjeeling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE