পুকুরে জল আসছে কী ভাবে? তার খোঁজে মেতে রইল চার বাঘের বাচ্চা। এই ছবি দেখা গিয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে।
রয়্যাল বেঙ্গল টাইগার শীলার চারটি বাচ্চা। তাদের বয়স এখন চার মাস। শেরা, শিবা, তেজল ও তারা নামে ওই চারটি বাঘের ছানা এখন রয়েছে বেঙ্গল সাফারি পার্কের সংরক্ষিত এলাকায়। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা তাদের সকলের। তাই জলকেলিতে মত্ত ওই চার বাঘের বাচ্চা। ওই এলাকায় বাঘের বাচ্চাদের জন্য একটি পুকুর রয়েছে। সেখানে দিনভর মেতে থাকতে দেখা যায় ওই বাচ্চাগুলিকে।
বেঙ্গল সাফারির অধিকর্তা ডি শেরপার মতে, ‘‘ওরা এখনও বাচ্চা। মায়ের দুধ খাচ্ছে। দৌড়ঝাঁপ করলেও ওদের বাঘের জন্য নির্দিষ্ট যে এলাকা সেখানে এখনও রাখা হবে না। কারণ, ওরা একদম মানুষের মতো। কখন কী মুখে নিচ্ছে সে দিকেও নজর রাখতে হয়। ওদের বয়স যখন আট মাস পেরোবে তখন পাকাপাকি ভাবে ওদের বাঘের জন্য মূল যে এলাকা সেখানে ওদের ছেড়ে দেওয়ার কথা ভাবা যেতে পারে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy