স্কুলের নোটিস। নিজস্ব চিত্র
দুনিয়া কাঁপানো খেলোয়াড় থেকে রঙিন পর্দার স্বপ্নের নায়ক রোনাল্ডো, মেসি, কোহালি কিংবা সলমান, শাহরুখ, বরুণ ধাওয়ানের মতো চুলের ছাঁট। সেই সঙ্গে হাতে নানা রকমের অলঙ্কার। শিক্ষার্থীদের এই কেশ-বেশ দেখে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার হরিপুর জুনিয়ার হাইস্কুল কর্তৃপক্ষ ছ’দফা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ না মানলে ছাত্র বা ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হবে বলেও জানানো হয়েছে। যদিও স্কুল পরিদর্শক (চাকুলিয়া সার্কেল) অঞ্জন পালচৌধুরী বলেন, ‘‘পরীক্ষায় বসতে না দেওয়া বা বহিষ্কারের সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষ নিতে পারেন না। ওই স্কুল কর্তৃপক্ষ কী নির্দেশ দিয়েছেন, তা অবশ্য জানি না।’’
স্কুলের এই ভুমিকায় অবশ্য অভিভাবকরা অনেকে খুশি। তবে এক অভিভাবক বলেন, শাস্তি বড় কড়া। স্কুলসূত্রের খবর, গত মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, প্রত্যেক ছাত্রীদের চুল সাদা ফিতে বেঁধে আসতে হবে। চুলে কোনরকম ফ্যাশন বা রং করা চলবে না। হাতের কবজি বা আঙুল কোনও রকম চেন বা বালা বা অাধুনিক লকেট পরা চলবে না। মোট ৬টি বিষয়ে আচরণবিধি বেঁধে দেওয়া হয়। আর তা না মানা না হলে শাস্তির মুখে পড়তে হবে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজেশ সরকার বলেন, ‘‘আমরা সেলুনের কর্মীদের কাছে আবেদন করেছি, দৃষ্টিকটু ভাবে ছাত্রদের চুল কাটবেন না। আমরা আসলে সতর্কই করতে চেয়েছি পড়ুয়াদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy