নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান। শুক্রবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের কলমাটি এলাকায়।
বিএএফ সূত্রে খবর, আত্মঘাতী জওয়ানের নাম সত্যবান সিংহ। ১৩৮ নম্বর ব্যাটেলিয়নের ওই বিএসএফ জওয়ান দিনহাটা ২ নম্বর ব্লকের খাসপাড়া বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিএসএফ ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ছিলেন উনি।
আচমকা গুলির শব্দে চমকে যান ক্যাম্পে থাকা অন্যান্য জওয়ান। সবাই দৌড়ে গিয়ে দেখেন মাটিতে মুখ থুবড়ে পড়ে আছেন ওই জওয়ান। এক হাতে তাঁর সার্ভিস রাইফেল। মাথার দিকে মাটি ভিজে গিয়েছে রক্তে। বিএসএফের দাবি, সার্ভিস রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করেন ৪৮ বছরের ওই জওয়ান। কিন্তু কী কারণে আত্মঘাতী হয়েছেন, তার কোনও কারণ এখনও জানা যায়নি। তার তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যে দিনহাটা সাহেবগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন:
এ বিষয়ে কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘‘বিএসএফের তরফে আমাদের জানানো হয়েছে, কোচবিহারের এক কনস্টেবল সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করেছেন। আত্মঘাতী বিএসএফ কনস্টেবল কোচবিহারের বাসিন্দা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’’