Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Jaldapara National Park

দুই গন্ডারের লড়াইয়ের মাঝে পর্যটকেরা! গাড়ি উল্টে জলদাপাড়ায় আহত অন্তত ৭, আশঙ্কাজনক ২

বনকর্মীরা জানিয়েছেন, জলদাপাড়ার ইতিহাসে গন্ডারদের এই রকম বেপরোয়া আক্রমণের কোনও নজির নেই। হঠাৎ এমন ঘটনায় অবাক তাঁরাও। দুর্ঘটনায় গুরুতর জখম হন জিপসির চালক-সহ মোট ৭ জন।

Rhinoceroses attacks Tourist car in Jaldapara National Park

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩০
Share: Save:

জলদাপাড়া জাতীয় উদ্যানে বেড়াতে এসে ভয়াবহ দুর্ঘটনার মুখে হলেন একদল পর্যটক। এলাকা দখলের লড়াইয়ে মত্ত দুই গন্ডার আচমকাই উঠে আসে জঙ্গলের রাস্তায়। ঠিক তখনই ওই রাস্তা ধরে যাচ্ছিল পর্যটকবোঝাই ‘সাফারি কার’।

গাড়ি দেখা মাত্রই দুই গন্ডারের সমস্ত রোষ গিয়ে পড়ে সেটির উপর। বিপদ বুঝে গাড়িচালকও দ্রুত পিছিয়ে আসছিলেন।

সেই সময়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নর্দমায় উল্টে যায়। দুর্ঘটনায় গুরুতর জখম হন জিপসির চালক-সহ মোট ৭ জন। তাঁদের প্রত্যেককে তড়িঘড়ি উদ্ধার করে মাদারিহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বনকর্মীরা জানাচ্ছেন, জলদাপাড়ার ইতিহাসে গন্ডারদের এই রকম বেপরোয়া আক্রমণের কোনও নজির নেই। হঠাৎ এমন ঘটনায় অবাক তাঁরাও। ইতিমধ্যে আহতদের কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দুই পর্যটকের শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক। তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

অন্য বিষয়গুলি:

Jaldapara National Park Tourists injured Alipurduar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy