Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Maldaha

কৃষকদের সঙ্গে খিচুড়ি খেলেন মন্ত্রী মনসুখ

শনিবার দুপুরে মানিকচকের ভুতনির হীরানন্দপুরে কৃষক সম্মেলনে যোগ দিয়ে খিচুড়ি খাওয়ার পাশাপাশি ভুতনির ভাঙন কবলিত এলাকাও ঘুরে দেখেন মনসুখ।

খাওয়া: গ্রামে খিচুড়ি খাচ্ছেন মনসুখ।

খাওয়া: গ্রামে খিচুড়ি খাচ্ছেন মনসুখ। নিজস্ব চিত্র

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ০৭:৫৯
Share: Save:

কেন্দ্রের নয়া কৃষি আইন নিয়ে বিভ্রান্ত কৃষকেরা। কৃষকদের মন বুঝতে একসঙ্গে খিচুড়ি খেলেন কেন্দ্রের বন্দর, জাহাজ ও জলপথ দফতরের মন্ত্রী মনসুখ মান্ডব্য। শনিবার দুপুরে মানিকচকের ভুতনির হীরানন্দপুরে কৃষক সম্মেলনে যোগ দিয়ে খিচুড়ি খাওয়ার পাশাপাশি ভুতনির ভাঙন কবলিত এলাকাও ঘুরে দেখেন মনসুখ।
গত, ডিসেম্বরে মালদহ সফরে এসেছিলেন মনসুখ। এক মাসের মধ্যে এ দিন ফের দু’দিনের জেলা সফরে আসেন তিনি। এদিন হীরানন্দপুর ছাড়াও মোথাবাড়ির গীতা মোড়ে সভা করেন মনসুখ। দুটি সভা থেকেই কেন্দ্রের কৃষক সম্মানিধি, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে রাজ্যের সমালোচনা করেন। একই সঙ্গে, নাম না করে তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘‘মালদহে ১২টি আসনেই বিজেপি জিতবে। মানুষের মনভাব দেখেই স্পষ্ট যে এবারে বাংলায় পরিবর্তন আসছে। বিজেপি ক্ষমতায় এলে এখনকার মতো পিসি-ভাইপোর সরকার চলবে না। চলবে জনগনের সরকার।’’
দুপুরে সভার পর কৃষকদের সঙ্গে থার্মোকলের প্লেটে খিচুড়ি খান মনসুখ। দলীয় সূত্রে জানা গিয়েছে, কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে চাল সংগ্রহ করা হচ্ছে। তা দিয়েই পাড়ায় পাড়ায় বনভোজন হচ্ছে। এদিনের দলের বনভোজন কর্মসূচিতে শামিল হয়েছিলেন মনসুখও। এরই পাশাপাশি ভাঙন সমস্যা নিয়েও সাধারণ মানুষকে আশ্বাস দেন তিনি। মানিকচক, ভুতনি বাসীর কাছে গঙ্গা ভাঙন সমস্যা ফি বছরের। ভাঙন সমস্যার স্থায়ী সমাধান চান নদীপাড়ের মানুষ। ভাঙন কবলিত এলাকায় গিয়ে মনসুখ বলেন, ‘‘বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে ভাঙন সমস্যা সমাধান করবে।’’
এরই সমালোচনা করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, ‘‘ছ’বছরের বেশি সময় ধরে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থাকলেও ভাঙন রোধে কোনও কাজ হয়নি। এখন ভোটের জন্য ভাঙন সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হচ্ছে।’’ বিকেলে জেলা কার্যালয়ে বৈঠকও করেন মনসুখ। আজ, রবিবার পুরাতন মালদহে চায়ে-পে চর্চা কর্মসূচিতেও যোগ দেবেন তিনি।

অন্য বিষয়গুলি:

North Bengal Maldaha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy