Advertisement
২৬ নভেম্বর ২০২৪

উত্তরের মমতাও জিতলেন

নামের মাহাত্ম্য শেষ পর্যন্ত বজায় রাখলেন রায়গঞ্জের মমতা। দলনেত্রীর নামের সঙ্গে মিল থাকায় রায়গঞ্জের ভোটযুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উৎসাহ ছিলই। মঙ্গলবার ৯ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী ঘোষণা হওয়ার পরেই সেই উৎসাহ উচ্ছ্বাসে পরিণত হয়।

 জয়ী: মমতা বন্দ্যোপাধ্যায়।

জয়ী: মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ০২:১৭
Share: Save:

নামের মাহাত্ম্য শেষ পর্যন্ত বজায় রাখলেন রায়গঞ্জের মমতা। দলনেত্রীর নামের সঙ্গে মিল থাকায় রায়গঞ্জের ভোটযুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উৎসাহ ছিলই। মঙ্গলবার ৯ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী ঘোষণা হওয়ার পরেই সেই উৎসাহ উচ্ছ্বাসে পরিণত হয়।

সিপিএম প্রার্থী শ্বেতা সেনগুপ্তকে ৪১৫ ভোটে পরাজিত করেছেন। মমতার স্বামী বরুণ বন্দ্যোপাধ্যায় ৮ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী হিসেবে পুননির্বাচিত হয়েছেন। বরুণ সিপিএম প্রার্থী নির্মলচন্দ্র রায়কে ৬৮০ ভোটে পরাজিত করেছেন। এ দিন ফলাফল ঘোষণা হওয়ার পর মমতা ও বরুণকে নিয়ে মিছিল করেন দুই ওয়ার্ডের তৃণমূলের কর্মীরা। স্বামী-স্ত্রী দুই কাউন্সিলরকেই তাঁরা সবুজ আবির মাখিয়ে দেন তাঁরা।

ভোটের আগে রায়গঞ্জের রমেন্দ্রপল্লি এলাকার বাসিন্দা মমতার নাম শুনে কলকাতা থেকে প্রচারে আসা তৃণমূলের রাজ্য নেতা ও মন্ত্রীদের অনেকেই অবাক হয়েছেন। এ দিন মমতা বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে মিল থাকায় প্রচারে ভাল সাড়া পেয়েছিলাম। এলাকার সার্বিক উন্নয়ন করে মুখ্যমন্ত্রীর নাম আরও উজ্বল করাই এখন আমার
প্রধান কর্তব্য।’’

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Municipal Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy