Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Python

ফ্যান চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ ক্যান্টিনকর্মীদের, মাথার উপর ঝুলছে বিশাল ময়াল!

নাগরাকাটায় বিডিও অফিসের ক্যান্টিন থেকে সোমবার দুপুরে উদ্ধার হল প্রায় আট ফুটের একটি ময়াল।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৪ জুলাই ২০২২ ২১:৩০
Share: Save:

প্রচণ্ড গরম পড়েছে। খেতে বসার সময় সিলিং ফ্যান চালাতে গিয়েছিলেন ক্যান্টিনের কর্মীরা। ফ্যান চালাতে গিয়ে উপরে চোখ যেতেই আঁতকে উঠলেন সকলে। হুলস্থুল পড়ে গেল নাগরাকাটা বিডিও অফিসে। মাথার উপর ঝুলছে বিশালাকার ময়াল (রক পাইথন)।

বিডিও অফিসের ক্যান্টিন থেকে সোমবার দুপুরে উদ্ধার হয়েছে প্রায় আট ফুটের ওই ময়ালটি। সেই সময় ক্যান্টিনে খেতে বসেছিলেন কয়েক জন কর্মী। এক কর্মী ফ্যান চালাতে গিয়ে হঠাৎ ‘হিসহিস’ শব্দ শুনে উপরের দিকে তাকিয়ে দেখেন, একটি বিশাল ময়াল লম্বালম্বি ভাবে শুয়ে আছে সিলিংয়ে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় সাপটিকে উদ্ধার করা হয়।

নাগরাকাটা বিডিও অফিসের গাঁ ঘেষেই রয়েছে ওই ক্যান্টিন। তার পাশেই পঞ্চায়েত সমিতি ও খাদ্য দফতরের অফিস। প্রায় সারা দিনই ওই ক্যান্টিনে কর্মীদের ভিড় লেগে থাকে। ময়ালটিকে দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে ক্যান্টিন খালি হয়ে যায়। পরে সাপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE