Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Anit Thapa

অনীতের উন্নয়ন, কটাক্ষ রোশনের

দু’দিন আগেই কালিম্পংয়ে মোর্চা নেতা বিমল গুরুংয়ের জনসভার আগে অশান্তি শুরু হয়। একটি দফতর ভাঙচুরের অভিযোগ ওঠে বিমলপন্থীদের বিরুদ্ধে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

শান্তশ্রী মজুমদার
শিলিগুড়ি শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ০৫:১৮
Share: Save:

পাহাড়বাসীকে নিজেদের দিকে টানতে উন্নয়নকেই অস্ত্র বাছলেন মোর্চা নেতা অনীত থাপা। শনিবার কালিম্পংয়ে মোর্চা (বিনয়পন্থী) ‘পরিবর্তন পদযাত্রা’ করে। পরে একটি সভা হয়। বিমলপন্থীরা ওই সভা ঘিরে কটাক্ষ করতে ছাড়েননি।

দু’দিন আগেই কালিম্পংয়ে মোর্চা নেতা বিমল গুরুংয়ের জনসভার আগে অশান্তি শুরু হয়। একটি দফতর ভাঙচুরের অভিযোগ ওঠে বিমলপন্থীদের বিরুদ্ধে। যদিও তা অস্বীকার করেন তাঁরা। দু’দি‌নের মধ্যেই পাল্টা সভায় অনীতেরা জানান, পাহাড়ে জিটিএর মাধ্যমে প্রভূত উন্নয়নের কাজ হয়েছে। তা পাহাড়বাসীর অর্থনৈতিক অবস্থা পাল্টেছে। পাহাড়বাসীকে সেই শান্তির বাতাবরণ বজায় রাখতে হবে। তাঁর কথায়, ‘‘পাহাড়ের ভাইবোনেদের জন্য আমরা লড়ছি, কেন্দ্রের কাছেও গোর্খাদের নতুন দাবিদাওয়া পেশের প্রক্রিয়া চালু রয়েছে। এখন পাহাড়ের মানুষ যেন উন্নয়নের পাশেই থাকেন।’’ বিমলপন্থী মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি পাল্টা বলেন, ‘‘নতুন চিন্তার কথা বলে অনীতরাই অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। আমাদের পৃথক রাজ্যের দাবি থেকে আমরা সরিনি।’’

বিজেপির উত্তরবঙ্গের নেতা রথীন বসু বলেন, ‘‘পাহাড়ের উন্নয়ন সাংসদ রাজু বিস্তা করার চেষ্টা করছেন। কিন্তু তাতে রাজ্য অসহযোগিতা করছে।’’

অন্য বিষয়গুলি:

Anit Thapa Roshan giri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE