ফাইল চিত্র।
জিটিএ নির্বাচনে জয়ী প্রার্থীরা মঙ্গলবার শপথ নিয়েছেন। এ বার নিয়ম মেনে বৃহস্পতিবার রাজ্যপালের উপস্থিতিতে শপথ নেবেন জিটিএ বোর্ড সদস্যরা। বুধবারই দার্জিলিং এসেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জিটিএ-র চিফ এগজিকিউটিভ হিসাবে শপথ নিতে চলেছেন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক পার্টির প্রধান অনীত থাপা। ওই দলেরই সদস্য অঞ্জুল চৌহান হতে চলেছেন জিটিএ-র চেয়ারম্যান।
ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সাধারণ সম্পাদক অমর লামা বলেন, ‘‘জিটিএ বোর্ডে কে কোন পদে শপথ নেবেন, তা নিয়ে সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়ে গিয়েছে। জিটিএ চিফ এগজিকিউটিভ হিসাবে শপথ নেবেন অনীত থাপা। জিটিএ চেয়ারম্যান পদে শপথ নেবেন অঞ্জুল চৌহান। ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেবেন রাজেশ চৌহান। ডেপুটি চেয়ারম্যান হবেন অরুণ শিনজি।’’
নির্বাচনে জয়ের পর পাহাড়বাসী মনে করেছিলেন, অনীতই জিটিএ-র চেয়ারম্যান হতে চলেছেন। বুধবার জিটিএ চেয়ারম্যান পদে অঞ্জুলের নাম ঘোষণা হওয়ায় আশাহত দলের কর্মী-সমর্থকদের একাংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy