বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা রুখতে এ বার একাধিক পদক্ষেপ করতে চলেছে রেল পুলিশ (জিআরপি)। ওই এক্সপ্রেসে ইতিমধ্যেই পর পর দু’বার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এই আবহে বুধবার বিষয়টি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ি জিআরপির সুপার এস সেলভামুরুগান। ওই এক্সপ্রেসের সুরক্ষায় বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সেলভামুরুগান জানিয়েছেন, বন্দে ভারতের সুরক্ষায় বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হচ্ছে। সেই গ্রুপে থাকবেন উত্তরবঙ্গের প্রতিটি স্টেশনের জিআরপির আইসি এবং ওসি। বন্দে ভারত এক্সপ্রেস যে কোনও স্টেশন পেরোলেই সঙ্গে সঙ্গে ট্রেনের গতিবিধি এবং পরিস্থিতির কথা জানানো হবে সেই গ্রুপে। এ ছাড়াও এ বার আরপিএফের পাশাপাশি জিআরপিও থাকবে বন্দে ভারত এক্সপ্রেসে। জিআরপির তরফে কয়েক জন পুলিশকর্মী নিউজলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত রওনা দেবেন। সেলভামুরুগান বলেন, ‘‘যে সব স্টেশনে এই ধরনের ঘটনা ঘটছে সেখানে স্থানীয় পুলিশ এবং সাধারণ মানুষের সাহায্যে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি, আরপিএফের থেকে বিভিন্ন মামলা আমরা নেওয়ার চেষ্টা করছি। আরপিএফের থেকে আমাদের টেকনিক্যাল সাপোর্ট অনেক বেশি। কাজেই সেগুলির তাড়াতাড়ি নিষ্পত্তি হবে।’’
আরও পড়ুন:
-
‘কেউ চাপা পড়েছে বুঝেও ওরা গাড়িটাকে সামনে-পিছনে করছিল! যন্ত্রণায় চিৎকার করছিল অঞ্জলি’
-
আবার দিল্লিতে আক্রান্ত তরুণী, এ বার বাড়ির সামনে পরের পর ছুরির কোপ প্রাক্তন প্রেমিকের
-
পেটেই তোয়ালে রেখেই সেলাই করে দিলেন চিকিৎসক! প্রসবের পর পাঁচ দিন যন্ত্রণায় ছটফট করলেন তরুণী
-
‘চাকরি হয়ে যাবে, পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করুন’, ফোন এসেছিল পরীক্ষার্থীর কাছে!
গত বছরের ৩০ ডিসেম্বর উদ্বোধন হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের। এর পর কুমারগঞ্জ স্টেশনের কাছে পাথর ছোড়া হয় ট্রেনে। মঙ্গলবার নিউজলপাইগুড়ি ঢোকার মুখেও পাথর ছোড়া হয় ট্রেন লক্ষ্য করে। ওই দু’টি ঘটনায় জিআরপির তরফেও তদন্ত করা হবে।