Advertisement
২৬ নভেম্বর ২০২৪
North Bengal University

পরীক্ষার ফল প্রকাশ উত্তরবঙ্গে, বেড়েছে পাশের হার

প্রথম বিভাগে পাশ ১৯২ জন ছাত্রী এবং ২০০ জন ছাত্র। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন গত বছরের তুলনায় অনেক গুণ বেশি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ০৫:০৩
Share: Save:

করোনা পরিস্থিতিতে নেওয়া বিএ, বিএসসি, বিকম পরীক্ষার ফল প্রকাশ করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশের হার গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য ফল ঘোষণা করেন। তিনি জানান, এ বছর বিএ স্নাতকে পরীক্ষার্থী ছিল ৮৫৭২ জন। পাশ করেছেন ৭৬১৫ জন। পাশের হার ৮৮.৮৪ শতাংশ। গত বছর যা ছিল ৮৪.২৪ শতাংশ। এ বছর প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রী ১৬৭৯ জন এবং ছাত্র ৮২৫ জন। মেয়েরা এগিয়ে থাকার বিষয়টি প্রশংসনীয় বলে জানান উপাচার্য। বিএসসি স্নাতকে এ বছর পরীক্ষার্থী ছিল ১০৭১ জন। পাশ ৯৭৪। পাশের হার ৮৯.০৮ শতাংশ। গত বছর যা ছিল ৮৭.৮৬ শতাংশ। এ বছর প্রথম বিভাগে উত্তীর্ণ ৪২৩ জন ছাত্রী এবং ৪৫৫ জন ছাত্র। বিকম স্নাতকে এ বছর পরীক্ষার্থী ছিল ৭১০ জন। পাশ করেছে ৬১৬ জন। পাশের হার ৮৬.৭৬ শতাংশ। গত বছর তা ছিল ৮০.৬৫ শতাংশ। প্রথম বিভাগে পাশ ১৯২ জন ছাত্রী এবং ২০০ জন ছাত্র। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন গত বছরের তুলনায় অনেক গুণ বেশি।

এ বছর করোনা পরিস্থিতিতে ওপেন বুক পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। উপাচার্য বলেন, ‘‘যে নির্ধারিত নিয়ম-বিধি বলা হয়েছিল পরীক্ষা নেওয়ার জন্য তা মেনেই সব করা সম্ভব হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তি, পড়ুয়া এবং অভিভাবক সকলের সহায়তায়।’’ পাশের হার অনেকে বেড়েছে পাস কোর্সেও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ বছর বিএ পাস কোর্সে পরীক্ষার্থী ১৯২২২ জন। পাশ করেছে ১৫৫৮৬ জন। পাশের হার ৮১.০৮ শতাংশ। প্রথম বিভাগে নম্বর পেয়েছে ৩ জন ছাত্রী এবং ৪ জন ছাত্র। বিএসসিতে ৪৪০ জন পরীক্ষার্থী ছিলেন। পাশ করেছে ৩৭০ জন। ৮৪.০৯ শতাংশ পাশের হার। ৭৩ জন ছাত্রী এবং ৪৮ জন ছাত্র প্রথম বিভাগে স্থান পেয়েছে। বিকম পাস কোর্সে ৮৭০ জন পরীক্ষার্থী। পাশ করেছে ৭১৬ জন। বিএ, বিএসসি এবং বিকম পাস কোর্সে গত বছর পাশের হার ছিল ৫৬.১২, ৭৫ এবং ৬৭.৯৯ শতাংশ।

অন্য বিষয়গুলি:

North Bengal University Graduation Result
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy