Advertisement
০৭ অক্টোবর ২০২৪

খুলছে চতুর্থ মহানন্দা সেতু

আগামী বুধবার থেকে খুলে দেওয়া হচ্ছে শিলিগুড়ির চতুর্থ মহানন্দা সেতু। ওই দিন বিকেলে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে। সোমবার শিলিগুড়িতে, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক অধিবেশনের পর এ খবর জানান সংস্থার চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। এই সেতু খুলে গেলে মাটিগাড়ার সঙ্গে শিলিগুড়ির মূল শহরে যাতায়াতে সময় আরও কম লাগবে।

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০১:৩৪
Share: Save:

আগামী বুধবার থেকে খুলে দেওয়া হচ্ছে শিলিগুড়ির চতুর্থ মহানন্দা সেতু। ওই দিন বিকেলে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে। সোমবার শিলিগুড়িতে, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক অধিবেশনের পর এ খবর জানান সংস্থার চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। এই সেতু খুলে গেলে মাটিগাড়ার সঙ্গে শিলিগুড়ির মূল শহরে যাতায়াতে সময় আরও কম লাগবে। এর আগে শিলিগুড়ির বর্ধমান রোডের দিকে সেতুর সংযোগকারী রাস্তা তৈরি হয়ে গেলেও, মাটিগাড়ার দিকে বসবাসকারী পরিবারগুলি জমি দিতে রাজি না হওয়ায় সংযোগকারী রাস্তা তৈরি করা সম্ভব হচ্ছিল না। চেয়ারম্যান বলেন, ‘‘১৯৮ টি পরিবারের প্রাথমিক আপত্তি থাকলেও তাঁদের পরে পুনর্বাসন দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে।’’ মোট প্রায় তিন কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। সেতুটির দৈর্ঘ্য ১৬০ মিটার। এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ১১ কোটি টাকা। ২০০৮ সালে বাম আমলে কাজ শুরু হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE