মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, প্রয়াত বাবাকে নিয়ে কুৎসা করছেন তৃণমূল বিধায়ক। —প্রতীকী চিত্র।
বাম জমানার দুর্নীতির ‘উদাহরণ’ টানতে প্রয়াত বাবা কমল গুহকে ‘কাঠগড়ায়’ তুলেছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। এমনকি বিরোধী সমালোচনাতেও নিজের অবস্থান থেকে পিছু হঠেননি দিনহাটার তৃণমূল বিধায়ক। হুঁশিয়ারির সুরে বলেছেন একটা করে রোজ বামফ্রন্ট আমলের দুর্নীতির কথা সমাজমাধ্যমে তুলে ধরবেন। এ হেন উদয়নের বিরুদ্ধে কোচবিহার শহরে ধিক্কার মিছিল করল প্রয়াত কমল গুহের দল ফরওয়ার্ড ব্লক। তাঁদের দাবি, রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রীর ‘জীবন কলুষিত’ করছেন ছেলে উদয়ন। শুক্রবার কোচবিহারের দিনহাটা শহরে এবং কোচবিহার জেলা ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয় থেকে ওই ‘ধিক্কার মিছিল’ বার হয়। অন্য দিকে এর পাল্টা নিজের পুরনো দল ফরওয়ার্ড ব্লককে খোঁচা দিয়েছেন উদয়ন।
গত ২৫ মার্চ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ‘বাম আমলে দুর্নীতির কথা’ বলতে গিয়ে তাঁর বাবার নাম নেন। বলেন ‘‘বামফ্রন্ট আমলে কমল গুহ মন্ত্রী থাকাকালীন বাড়িতেই চাকরির তালিকা তৈরি হত। কোটাতে চাকরি হত। সেই হিসেবে কমল গুহ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন।’’ উদয়নের এই মন্তব্যের সমালোচনা করে সিপিএম। ওই দলের সম্পাদক মহম্মদ সেলিম উদয়নকে কটাক্ষ করেন। পাল্টা সেলিমকে খোঁচা দিয়ে আবারও বাম আমলে ‘দুর্নীতির তালিকা’ ধরেন উদয়ন। দাবি করেন, অযোগ্য চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষক করা হয়েছিল। এই ঘটনায় উদয়নের বিরুদ্ধে সরব ‘সারা ভারত ফরওয়ার্ড ব্লক’।
কোচবিহার জেলা ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর বলেন, ‘‘কমল গুহ একজন জননেতা ছিলেন। তাঁর মৃত্যুর ১৫ বছর পর যাঁরা তাঁর বিরুদ্ধে কুৎসা করেন, তাঁরা মানুষ কি না আমাদের জানা নেই। যাঁর বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে তিনি দিনহাটার রূপকার। এখনও দিনহাটার মানুষের মনে এবং প্রাণে রয়েছেন কমল।’’ তাঁর সংযোজন, ‘‘দিনহাটার এমন কোনও মানুষ নেই যিনি কমল গুহকে শ্রদ্ধা করেন না। কিন্তু তাঁর ছেলেই তাঁর বিরুদ্ধে কুৎসা করছেন। আমরা ধিক্কার জানাচ্ছি (তাঁকে)।’’
উল্লেখ্য, ১৯৬২ সালে প্রথমবার দিনহাটার বিধায়ক হন উদয়ন। ১৯৭৭ সাল থেকে ১৪ বছর বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন। যদিও এক সময় মতবিরোধের জেরে মন্ত্রিসভায় থাকতে অস্বীকার করেন তিনি। আবার দলের সঙ্গে মতের অমিল হয় তাঁর। ফরওয়ার্ড ব্লক তাঁকে সাসপেন্ড করলে সমাজবাদী ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। ১৯৯৬ সালে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেও ভোটে জেতেন। তবে ১৯৯৯ সালে পুরনো দলে ফিরেছিলেন। ২০০১ সালের বিধানভোটে জিতে রাজ্যের কৃষিমন্ত্রীও হন। অন্য দিকে, উদয়ন ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য।
শুক্রবার তাঁকে নিয়ে ফরওয়ার্ড ব্লকের ধিক্কার মিছিলকে পাত্তাই দিতে চাননি উদয়ন। তাচ্ছিল্যের ভঙ্গিতে বলেন, ‘‘আজ যাঁরা কমল গুহকে নিয়ে কান্নাকাটি করছেন, এক সময় তাঁরাই ওঁকে অপমান করেছিলেন।’’ মন্ত্রীর সংযোজন, ‘‘আগামী ২ এপ্রিল দিনহাটায় সভা করে এ সমস্ত কিছুর জবাব দেব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy