চাকরির দাবিতে আন্দোলন। নিজস্ব চিত্র।
চাকরির দাবিতে ফের আন্দোলনে প্রাক্তন কেএলও সদস্য ও লিঙ্কম্যানরা। শুক্রবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লক থেকে আসা ২০০-র বেশি প্রাক্তন কেএলও সদস্য ও লিঙ্কম্যান মিছিল করে পুলিশের ডিআইবি অফিসের সামনে হাজির হন। তাঁরা অনশনে বসবেন বলে ঠিক ছিল। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের আশ্বাস পেয়ে অনশন থেকে সরে আসেন তাঁরা।
শুক্রবার আন্দোলন থেকে পিছু হটলেও ২ ফেব্রুয়ারি মধ্যে চাকরির প্রতিশ্রুতি পূরণ না হলে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে ফের বৃহত্তর আন্দোলনে নামায় হুমকি দিয়ে রেখেছেন প্রাক্তন কেএলও সদস্য ও লিঙ্কম্যানরা।
শুক্রবার প্রথমে জলপাইগুড়ি শহরের পিডাব্লুউডি মোড়ে জমায়েত করেন বিক্ষোভকারীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল বার হয়। বিক্ষোভ মিছিল পৌঁছয় পুলিশের ডিআইবি অফিসে। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিক্ষোভকারীরা।
বৈঠক থেকে বেরিয়ে বিক্ষোভকারীরা জানিয়েছেন, দ্রুত চাকরির আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে ২ ফেব্রুয়ারির মধ্যে সকলের চাকরি হবে এই আশ্বাস পেয়ে আপাতত তাঁরা আন্দোলন থেকে পিছু হঠলেন বলে জানিয়েছেন।
আন্দোলনকারীদের মধ্যে ধূপগুড়ির এক বাসিন্দা কমল রায় বলেন, “আমরা ৬০০ জন ছিলাম। তার মধ্যে বাকিদের চাকরি হলেও এখনও ২১২ জনের বাকি।” প্রাক্তন কেএলও সদস্যা জ্যোৎস্না রায় বলেন, “চাকরি হবে এই প্রতিশ্রুতি পেয়েই আমরা অনশনে বসলাম না। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামব আগামী দিনে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy