গ্রেফতার প্রাক্তন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)-এর নেতা মালখান সিংহ ওরফে মাধব মণ্ডল। নিজস্ব চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মধ্যেই গ্রেফতার প্রাক্তন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)-এর নেতা মালখান সিংহ ওরফে মাধব মণ্ডল। বুধবার রাত দেড়টা নাগাদ শিলিগুড়ি মহকুমা পরিষদের খড়িবাড়ি এলাকা থেকে বছর বিয়াল্লিশের মাধবকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। বৃহস্পতিবার তাঁকে শিলিগুড়ি আদালতে হাজির করানো হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
এসটিএফ সূত্রে খবর, মাধব গুয়াহাটিতে কেএলও প্রধান জীবন সিংহের সভায় যোগ দিতে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মালদহের বামনগোলার বাসিন্দা মাধবকে গ্রেফতার করা হয়েছে। ডিএসপি (এসটিএফ) সুদীপ ভট্টাচার্য বলেন, ‘‘বেশ কয়েক দিন ধরে নজরে ছিলেন মাধব। কেএলও সংগঠনের প্রথম দিকের ব্যাচে ছিলেন তিনি। ২০০০ সালের ব্যাচে তাঁর প্রশিক্ষণ হয়েছিল। গুয়াহাটিতে যাওয়ার সময় খড়িবাড়ির কাছে তাঁকে ধরে ফেলা হয়। মাধব নিজেকে প্রাক্তন বলে দাবি করলেও জীবনের সঙ্গে তাঁর এখনও সরাসরি যোগাযোগ রয়েছে। ওঁকে জিজ্ঞাসাবাদ কেএলও-র গোপন ডেরা সম্পর্কে খোঁজখবর করা হবে।’’
বৃহত্তর কোচ-কামতাপুর রাজ্যের দাবিতে প্রায়শই কেএলও-র হুমকি বার্তা প্রকাশ্যে আসে। ঘটনাচক্রে, বুধবারই শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর মঞ্চে ‘গ্রেটার কোচবিহার পিপলস্ অ্যাসোসিয়েশন’-এর নেতা অনন্ত মহারাজ এবং প্রজাতান্ত্রিক মোর্চার নেতা অনীত থাপার সামনে মুখ্যমন্ত্রী মমতা জানিয়ে দিয়েছেন, বাংলা ভাগের কোনও প্রশ্ন নেই। তাঁর কথায়, ‘‘কোনও ভাগাভাগি নয়। কোনও বঙ্গভঙ্গ নয়। আমরা চাই সঙ্গ।’’ ঠিক তার পরেই গ্রেফতার প্রাক্তন কেএলও নেতা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy