রবিবার রাতে কালবৈশাখী ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুৎ দফতরের। কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন এলাকায় গাছ পড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ দফতরের প্রায় ২ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।
কোচবিহার জেলা বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে সোমবার সাংবাদিক বৈঠক করে কোচবিহার জেলা বিদ্যুৎ দফতরের আঞ্চলিক কর্তা বিশ্বজিৎ দাস বলেন, ‘‘কোচবিহার, মাথাভাঙা, তুফানগঞ্জ, দিনহাটা-সহ জেলার প্রায় সর্বত্রই রবিবার রাতের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’’ তিনি জানান, মোট ২০১টি বিদ্যুতের খুঁটি ভেঙেছে। ৩৭টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। ঝড়ের পর ১৩৮৯ টি ডকেট কল এসেছে।
বহু এলাকা বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। তিনি বলেন, ‘‘বিদ্যুৎ দফতরের ৭৭ জন কর্মী কাজ করছেন। সমস্ত আধিকারিকেরা গোটা বিষয় খতিয়ে দেখছেন। সাধারণ মানুষ যাতে ধৈর্য হারিয়ে নিজেই কোনও ঝুঁকিপূর্ণ কাজ না করেন, তার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হচ্ছে। সন্ধ্যার মধ্যেই প্রায় প্রত্যেকটি এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।’’