Advertisement
৩০ অক্টোবর ২০২৪
CPIM

Siliguri: শিলিগুড়িতে সিপিএমের কর্পোরেশন অভিযানে ধুন্ধুমার, ভাঙল গেট, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

অভিযান নিয়ে ডেপুটি মেয়রের প্রতিক্রিয়া, ‘‘এত তাড়াতাড়ি হতাশ হলে কী করে হবে? এক জন দায়িত্বপূর্ণ নাগরিক সরকারি সম্পত্তি ভাঙলেন!’’

পুলিশের সঙ্গে সংঘর্ষ সিপিএম নেতাকর্মীদের।

পুলিশের সঙ্গে সংঘর্ষ সিপিএম নেতাকর্মীদের। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ১৬:৩৪
Share: Save:

সিপিএমের পুর কর্পোরেশন অভিযান ঘিরে ধুন্ধুমার। ভাঙল কর্পোরেশন ভবনের সামনের তালা। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন নেতাকর্মীরা। উত্তেজনা শিলিগুড়িতে।

শিলিগুড়ি পুর কর্পোরেশনে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার দার্জিলিং জেলা সিপিএম কর্পোরেশন অভিযান শুরু করে। শিলিগুড়ির হিলকার্ট রোড অনিল বিশ্বাস ভবন থেকে মিছিল করে কর্পোরেশনের সামনে এগিয়ে চলে মিছিল। ঠিক সেখানেই পুলিশি বাধায় আটকে যায় মিছিল। শুরু হয় ধস্তাধস্তি। টানাটানিতে ভেঙে যায় ব্যারিকেড। গেট আটকে দেওয়া হয় কর্পোরেশনের। সেই গেটের লক ভেঙে ঢুকে পড়ে মিছিল। এর পর কর্পোরেশনের সামনে বসে পড়েন সিপিএম নেতাকর্মীরা।

শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের দাবি, কর্পোরেশনের তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, তার কোনওটাই হয়নি। তাঁর কথায়, ‘‘পানীয় জল সরবরাহ থেকে রাস্তাকে যানজট মুক্ত করা, সবেতেই ব্যর্থ এই বোর্ড। শহরবাসী ন্যূনতম পরিষেবা থেকে ব্রাত্য। সেই কারণে আমাদের এই কর্পোরেশন অভিযান।’’ তিনি আরও বলেন, ‘‘আমি আশা করিনি যে, এত মানুষ এই মিছিলে আসবেন। কিন্তু কর্পোরেশনের ওপর অতিষ্ঠ হয়ে মানুষ মিছিলে যোগদান করছেন।’’

অন্য দিকে, এই ঘটনার সমালোচনা করেছে শাসক দল। কর্পোরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের মন্তব্য, ‘‘যিনি মিছিলে নেতৃত্ব দিচ্ছেন (পড়ুন অশোক ভট্টাচার্য), তাঁরাই ৪০ বছর ধরে পুরসভা চালিয়েছেন। ছ’মাসের মধ্যে পুরসভা ব্যর্থ হয়ে গেল?’’ এর পর বলেন, ‘‘এত তাড়াতাড়ি হতাশ হলে কী করে হবে? এক জন দায়িত্বপূর্ণ নাগরিক সরকারি সম্পত্তি ভাঙলেন! এটা উচিত ছিল না।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE