শিলিগুড়িতে একাধিক জায়গায় অভিযান সিবিআইয়ের। — নিজস্ব চিত্র।
ভুয়ো পাসপোর্ট কেলেঙ্কারিতে মহালয়ার দিনও তল্লাশি অভিযান অব্যাহত সিবিআইয়ের। শিলিগুড়ির একাধিক জায়গা-সহ সিকিমেও পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।
ভুয়ো পাসপোর্ট কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই। সেই তদন্তেই বাংলা এবং সিকিমে একযোগে অভিযান চালাচ্ছেন গোয়েন্দারা। শুক্রবার দুপুর থেকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় সিবিআই হানা শুরু হয়। শনিবারেও জারি রয়েছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, শুক্রবার দুপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল বাগডোগরা বিমানবন্দরে নামে৷ সেখান থেকে তারা দু’ভাগে বিভক্ত হয়ে একটি দল সিকিমের উদ্দেশে রওনা দেয় এবং আরও একটি দল শিলিগুড়ি মহকুমা পরিষদের মাটিগাড়া, বাগডোগরা, নকশালবাড়ি, শিবমন্দির-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযানে নামে। শুক্রবারের পর শনিবার সকালে সিবিআই আধিকারিকদের দলটি প্রথমে বাগডোগরার বাবুপাড়ায় উদয়শঙ্কর রায়ের বাড়িতে হানা দেয়। সেখান থেকে অটল চা বাগানের অফিসে তল্লাশি চালায় সিবিআই। এ ছাড়া আরও কয়েক জনের বাড়িতে এবং অফিসে হানা দিয়েছে সিবিআই।
সিবিআই সূত্রের খবর, শুক্রবার নিউ জলপাইগুড়ি এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছে সিবিআই। শিলিগুড়ির পাশাপাশি, ভুয়ো পাসপোর্ট মামলায় সিকিমেও সিবিআই হানা চলছে। জানা গিয়েছে, তল্লাশিতে ভুয়ো পাসপোর্ট-সহ বহু নথি উদ্ধার হয়েছে। অর্থের বিনিময়ে নেপালের নাগরিকদের ভারতের ভুয়ো পাসপোর্ট এবং ভুয়ো নথি তৈরি করিয়ে দেওয়ার চক্র চলছিল। সেই কেলেঙ্কারির শিকড়ে পৌঁছতেই চলছে সিবিআই অভিযান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy