এ বার বিধানসভায় পৃথক উত্তরবঙ্গের ‘দাবি’ জানালেন জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির পরাজয়ের পরে উত্তরবঙ্গের বিজেপি নেতাদের মুখে প্রথম উত্তরবঙ্গকে পৃথক করার দাবি শোনা যায়। তার পর থেকে নানা সময়ে বিজেপির উত্তরবঙ্গের সাংসদ এবং বিধায়কদের মুখে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণার দাবি শোনা গিয়েছে। বিধানসভা ভোটের আগের বছরের বাজেট অধিবেশনে, বৃহস্পতিবার বিধানসভায় বিজেপির উত্তরবঙ্গের বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের মুখেও ‘আলাদা’ উত্তরবঙ্গের কথা শোনা গেল। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট ভাষণে অংশ নিয়ে বিজেপি বিধায়ক বলেন, “উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষের দাবি, হয় উন্নয়ন করুন না হলে আমাদের আলাদা থাকতে দিন।“
দলের বিধায়কের মন্তব্য প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আমি শিখা চট্টোপাধ্যায়ের মন্তব্য শুনেছি। তিনি কখনও রাজ্যভাগের দাবি করেননি। তিনি উত্তরবঙ্গের বঞ্চনার কথা বলেছেন। সেখানকার মানুষের দাবির কথা তুলে ধরেছেন। যদি রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়ন করতে ব্যর্থ হয়, তা হলে সেখানকার মানুষের দাবি উত্তরবঙ্গকে আলাদা করে দেওয়া হোক। এই দাবি কখনও রাজ্যভাগ করার দাবি নয়।”
প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে বর্তমান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা কেন্দ্রীয় নেতৃত্বের কেউ কেউ উত্তরবঙ্গকে পৃথক করার প্রসঙ্গে উত্তরবঙ্গ ‘বঞ্চিত’ অভিযোগ করে পৃথক রাজ্যের দাবিকে উত্তরবঙ্গের ‘মানুষের দাবি’ বলে উল্লেখ করেছেন। শিখা চট্টোপাধ্যায়ও এ দিন সেই পথেই হেঁটেছেন।
বিধানসভায় ভাষণের পরে শিখা সাংবাদিকদের বলেন, “এটা আমার একার কথা নয়, উত্তরবঙ্গের মানুষের কথা। তাঁরা চান আলাদা হোক উত্তরবঙ্গ। কারণ তাঁরা দিনের পর দিন বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষের বিধায়ক হিসেবে আমিও তাঁদের এই দাবি বিধানসভায় তুলে ধরলাম। আমার দলও সব জানে।“
মাসখানেকও হয়নি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর সেরে ফিরেছেন। উত্তরবঙ্গকে বঞ্চনা বা ভাগের দাবি প্রসঙ্গে তৃণমূল নেতারা বারবার মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় উত্তরকন্যা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর পরপর উত্তরবঙ্গ সফরের নজির তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গে যান সে কথা স্বীকার করে নিয়েও শিখা বলেন, “(মুখ্যমন্ত্রী) উত্তরবঙ্গে যান নাচ গান করতে। হাতে গ্লাভস পড়ে নেচে আবার ফিরে যান। কোনও উন্নয়ন হয়নি। মানুষ একটু খাবার জল পায় না। আর সে কারণেই দিনের পর দিন উত্তরবঙ্গ আলাদা হওয়ার দাবি জোরালো হচ্ছে।“
এ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহের কটাক্ষ, “ওঁদের দলের নীতি হল বিচ্ছিন্নতাবাদ এবং সাম্প্রদায়িকতা।” উদয়নের সংযোজন, “শুনলাম শিখা চট্টোপাধ্যায় নাকি মন্ত্রী হিসেবে আমার পদত্যাগ চেয়েছেন। আমি কাজ করতে পারছি কি পারছি না সে তো মুখ্যমন্ত্রী দেখবেন। তবে শিখা চট্টোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে না, সেটা আগামী বিধানসভায় জনগণই করিয়ে দেবে।”
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)