Advertisement
১৮ নভেম্বর ২০২৪
ট্রেনের স্টপ চেয়ে বিক্ষোভ

থামুক পদাতিক, দাবি সব দলের

পদাতিক এক্সপ্রেসের স্টপেজের দাবি ক্রমশ জোরালো হচ্ছে জলপাইগুড়িতে৷ এ দিন, এই দাবিতে জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক এক্সপ্রেসই অবরোধ করা হয়৷ যার জেরে ট্রেনটি সেখানে প্রায় কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকে৷

পদাতিক এক্সপ্রেসকে আটকে বিক্ষোভ জলপাইগুড়ি রোড স্টেশনে। — সন্দীপ পাল

পদাতিক এক্সপ্রেসকে আটকে বিক্ষোভ জলপাইগুড়ি রোড স্টেশনে। — সন্দীপ পাল

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ০১:২৪
Share: Save:

পদাতিক এক্সপ্রেসের স্টপেজের দাবি ক্রমশ জোরালো হচ্ছে জলপাইগুড়িতে৷ এ দিন, এই দাবিতে জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক এক্সপ্রেসই অবরোধ করা হয়৷ যার জেরে ট্রেনটি সেখানে প্রায় কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকে৷

কিছু দিন আগেই পদাতিক এক্সপ্রেসকে নিউ আলিপুদুয়ার পর্যন্ত চালানো শুরু হয়৷ কিন্তু ট্রেনটির কোনও স্টেপেজ জলপাইগুড়ি রোড স্টেশনে নেই৷ এতেই ক্ষোভ বাড়ছে জলপাইগুড়িতে৷ ক্ষুব্ধ প্রায় সব মহলই৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আন্দোলন শুরু করেছে বাম-ডান বিভিন্ন সংগঠন৷ পদাতিক এক্সপ্রেসের স্টপেজের দাবিতে এ দিন সকাল থেকেই জলপাইগুড়ি রোড স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএমের যুব ও ছাত্র সংগঠন৷ বেলা সাড়ে দশটা নাগাদ আপ পদাতিক এক্সপ্রেস ট্রেন স্টেশনে ঢুকলে শুরু হয় অবরোধ৷ প্রায় কুড়ি মিনিট ধরে চলে এই অবরোধ ৷ ডিওয়াইএফআই-এর জেলা সম্পাক দীপশুভ্র সান্যাল বলেন, “জলপাইগুড়ি জেলা সদর৷ নানা কাজে মানুষকে এখানে আসতে হয়৷ সে জন্যই জলপাইগুড়ি রোড স্টেশনে যাতে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ হয়, সে জন্য রেল কর্তাদের অনেকদিন ধরেই আমরা বলে আসছিলাম৷ রেল কর্তারা আমাদের দাবি মেটানোর আশ্বাসও দিয়েছিলেন৷ কিন্তু দেখা গেল, জলপাইগুড়ি রোডে ট্রেনটির কোন স্টপেজই হল না৷ সে জন্যই আমাদের আন্দোলন৷”

একই দাবিতে ইতিমধ্যেই জলপাইগুড়ি রোড স্টেশনে বিক্ষোভ দেখিয়েছে আইএনটিটিইউসি-র ক্যাজুয়াল কনট্রাক্ট লেবার ইউনিয়ানও৷ সংগঠনের নেতা স্বপন সরকার বলেন, ‘‘এই স্টেশনে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ দেওয়া না হলে আগামী দিনে বড় ধরনের আন্দোলনে নামা হবে৷’’

তবে শুধু রাজনৈতিক ভাবেই নয়, অরাজনৈতিক বিভন্ন সংগঠনও ইতিমধ্যেই জলপাইগুড়িতে পদাতিক এক্সপ্রেসের স্টপেজের দাবি তুলেছে৷ নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রিস ইতিমধ্যেই এই দাবিতে রেলমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে৷ হলদিবাড়ি-জলপাইগুড়ি-শিলিগুড়ি রেলওয়ে ডেলি প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা জলপাইগুড়ি স্টেশন কনসালটেটিভ কমিটির সদস্য গোপাল পোদ্দার বলেন, ‘‘আমরা প্রথম থেকে পদাতিক এক্সপ্রেসকে হলদিবাড়ি পর্যন্ত চালানো হোক চেয়েছিলাম৷ বিভিন্ন বৈঠকেও রেল কর্তাদের কাছে সেই দাবি করেছিলাম৷ কিন্তু সেটা তো হলই না, এমনকি জলপাইগুড়ি রোড স্টেশনে এই ট্রেনটির কোন স্টপেজও দেওয়া হল না৷ এটা মানা যায় না৷’’

অন্য বিষয়গুলি:

halt station Jalpaiguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy