আবার কুমিরের দেখা মিলল মালদহে। এ বার কুমির দেখা গিয়েছে পুরাতন মালদহের চালসাপাড়া এলাকায়। তার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে কুমিরের উপর কড়া নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা।
রবিবার সকালে পুরাতন মালদহের চালসাপাড়া এলাকায় মহানন্দা নদীতে কুমিরের দেখা পাওয়া যায়। নদীতে কুমিরটিকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, কালিন্দী নদী থেকে কুমিরটি এসে পড়ে মহানন্দা নদীতে। বন দফতরের কর্মীরা কুমিরটির গতিবিধির উপর নজর রাখছেন।
আরও পড়ুন:
-
লকডাউনে পরিচয় ফেসবুকে, সেখান থেকে সম্পর্ক, বাঁধন কাটতে চেয়েই কি খুন বধূ?
-
শুধু রামমন্দির নয়, লোকসভা নির্বাচনের আগে শেষ হবে অযোধ্যার মসজিদের কাজও, বলছে ওয়াকফ বোর্ড
-
প্রশান্ত কিশোর কি ভোটে দাঁড়াচ্ছেন? প্রশ্নের কী জবাব দিলেন প্রাক্তন ভোটকুশলী
-
সঙ্গমের জন্য ১০০ ঘর, দোকানে দোকানে সেক্স টয়! এই বহুতলই ‘যৌনতার শপিং মল’
সহকারী বিভাগীয় বন আধিকারিক সুজিত কুমার দাস বলেন, ‘‘দিন কয়েক আগে কুমিরটি কালিন্দী নদীতে দেখা গিয়েছিল। এ বার দেখা গেল মহানন্দায়। আমরা কুমিরটির গতিবিধির উপর নজর রাখছি। দেখে মনে হচ্ছে, কুমিরটি বাংলাদেশের দিকে যাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে আমাদের একটি দল এসেছে। তারা কুমিরের উপর নজর রাখছে। সুযোগ পেয়েই সেটাকে উদ্ধার করা হবে।’’ প্রসঙ্গত, দিন কয়েক আগে মালদহ জেলার মানিকচকের কালিন্দী নদীতে দেখা গিয়েছিল কুমির।