পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর। রবিবার ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানার আঠারো মাইল এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, ইদ উপলক্ষে ছুটি নিয়ে বাড় ফিরছিলেন ২৪ বছরের সাবির আলম। ট্রেন থেকে নেমে বন্ধুদের জন্য অপেক্ষা করছিলেন স্টেশনের বাইরে। তাঁকে নিতে যান দুই বন্ধু। বাইকে চেপে তিন জন বাড়ি ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি তাঁদের বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনেরই। তিন যুবকের অকালমৃত্যুতে শোকস্তব্ধ এলাকা।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সাবির আলম (২৪), রমজান শেখ (১৯) এবং সাদিকাতুল ইসলাম (২০)। তিন জনেই মালদহের মোথাবাড়ি থানার মেহেরপুর নতুনপুরের বাসিন্দা এবং বাল্যবন্ধু। সাবির কাজ করতেন কেরলে। ইদ উপলক্ষে ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। রবিবার সকালে তিনি ফরাক্কা স্টেশনে ট্রেন থেকে নামেন। বন্ধুকে আনতে বাইক নিয়ে ফরাক্কা যান রমজান এবং সাদিকাতুল। স্টেশনে দেখা হয় তিন বন্ধুর। খানিক সময় কাটিয়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। কিন্তু ফেরার পথে একটি লরি তাঁদের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে ঘাতক লরির চালকের খোঁজ মেলেনি। তাঁর খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর।