Advertisement
E-Paper

সংবিধানের অমর্যাদাকারীর ক্ষমা নেই, বার্তা বিমানের

বামফ্রন্টের চেয়ারম্যান, প্রবীণ নেতা বিমান বসু মন্তব্য করলেন, সংবিধানের মূল কাঠামোকে যারা ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে ‘ক্ষমাহীন ক্রোধ’ নিয়ে লড়াই চালাতে হবে।

সংবিধান রক্ষার ‘শপথ সমাবেশে’ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও অন্যান্য বাম নেতৃত্ব।

সংবিধান রক্ষার ‘শপথ সমাবেশে’ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও অন্যান্য বাম নেতৃত্ব। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ০৫:৩৪
Share
Save

প্রজাতন্ত্র দিবসে দেশের সংবিধান রক্ষায় ‘প্রাচীর’ হয়ে দাঁড়ানোর ডাক দিল বামফ্রন্ট। সেই সঙ্গেই বামফ্রন্টের চেয়ারম্যান, প্রবীণ নেতা বিমান বসু মন্তব্য করলেন, সংবিধানের মূল কাঠামোকে যারা ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে ‘ক্ষমাহীন ক্রোধ’ নিয়ে লড়াই চালাতে হবে।

গত কয়েক বছরের মতো এ বারও সংবিধানের মর্মবস্তু গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং মানু‌ষের জীবন, জীবিকা ও অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষায় ‘শপথ গ্রহণে’র কর্মসূচি নিয়েছিল বামফ্রন্ট। সেই আহ্বানেই কলকাতায় শ্যামবাজার মোড়, এন্টালি বাজার, হাজরা মোড় ও খিদিরপুর মোড়ে চারটি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। এই সব জায়গাতেই জাতীয় পতাকা তুলে এবং সংবিধান প্রণেতা বি আর অম্বেডকরকে শ্রদ্ধা জানিয়ে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়েছে। রাজ্যের সর্বত্র সিপিএমের দফতরেও জাতীয় পতাকা তোলা হয়েছে রবিবার।

হাজরা মোড়ে সংবিধান রক্ষার শপথ পাঠ করিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বলেছেন, ‘‘আমাদের দেশের সংবিধানের বিশেষ বৈশিষ্ট্য তার নিজস্বতা। সংবিধান নিজে হাতে লিখেছিলেন অম্বেডকর। সেই সংবিধান আজ মনুবাদীদের হাতে আক্রান্ত, নিগৃহীত। লজ্জার বিষয়, এই সংবিধানের নামে শপথ নিয়ে সাংসদ, মন্ত্রী, বিধায়ক ও অন্যান্য সাংবিধানিক স্তরে ক্ষমতাসীন হয়েও বিজেপি, আরএসএস তথা মৌলবাদীরা অসম্মান করে চলেছে এই সংবিধানকে।’’ এই সূত্রেই তাঁর বক্তব্য, ‘‘যারা এই ঘৃণ্য কাজ করছে, তাদের জন্য জমিয়ে রাখুন ক্ষমাহীন ক্রোধ! আমরা বামপন্থীরা শপথ নিচ্ছি এই দেশ, দেশের সংবিধান ও তার মৌলিক বৈশিষ্ট্যের জলাঞ্জলি দিতে এলে বাধার প্রাচীর হয়ে দাঁড়াব সমস্ত শক্তি নিয়ে। সংবিধানের মূল আদর্শ বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা রক্ষায় অনেক ত্যাগ স্বীকার করেছি। আরও করতে প্রস্তুত থাকব।’’ ঐক্যের পক্ষে দাঁড়িয়ে ‘বিভেদ-বিষে’র বিরুদ্ধে লড়াই জারি রাখার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন প্রবীণ বাম নেতা।

চার জায়গায় ভাগাভাগি করে সংবিধান-রক্ষার সভায় ছিলেন সিপিএমের বর্ষীয়ান নেতা রবীন দেব, কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, অনাদি সাহু, সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোরপাধ্যায়, প্রবীর দেব-সহ বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব। কেন্দ্র ও রাজ্য, দুই সরকারের কাজকর্মের বিরুদ্ধেই তাঁরা সরব।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Constitution CPIM Left

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}