রাত বাড়লে হালকা ঠান্ডার আমেজ। ভোরের দিকেও আরামের আবহাওয়া। রাজ্যে আবহাওয়া আপাতত এ রকমই থাকবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণে আগামী পাঁচ দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। দার্জিলিঙে হালকার বৃষ্টির সঙ্গে হতে পারে তুষারপাত। দক্ষিণবঙ্গ আপাতত শুষ্কই থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর বা দক্ষিণে দিন বা রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ শুষ্কই থাকবে।
আরও পড়ুন:
উত্তরবঙ্গের কয়েক জেলায় গত কয়েক দিন ধরে হালকা বৃষ্টি হয়েছে। রবিবার দার্জিলিঙে হালকার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তুষারপাতের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরের বাকি জেলা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত শুষ্ক থাকবে উত্তরবঙ্গ।