ছ’বছর আগে বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণ সাধারণের জন্য বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই আশ্রম প্রাঙ্গণ সকলের জন্যই খুলে দিলেন নতুন উপাচার্য প্রবীরকুমার ঘোষ।
কোভিড পরিস্থিতির সময় আশ্রম প্রাঙ্গণ পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তার পর থেকে আর প্রত্যাহার করা হয়নি সেই নিষেধাজ্ঞা। বিদ্যুৎ-আমল শেষ হওয়ার পর ১৫ মাস ধরে দুই অস্থায়ী উপাচার্য বিশ্বভারতীর দায়িত্ব সামলেছেন। তাঁরাও সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি। গত মঙ্গলবার প্রবীর উপাচার্য পদে দায়িত্ব নেওয়ার পরেই এ বার আশ্রম প্রাঙ্গণ সাধারণের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। শুক্রবার ওয়ার্ল্ড হেরিটেজ এবং ট্যুরিজ়ম কনফারেন্স থেকে সেই ঘোষণা করেন নতুন উপাচার্য।
প্রবীর বলেন, ‘‘বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার কারণে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। সেই দিকটি মাথায় রেখেই আশ্রম প্রাঙ্গণ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধার্থে যা যা করা দরকার, সে বিষয়ে আমরা আলোচনা করছি এবং যথাযথ পদক্ষেপ করা হবে।’’