Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

সুন্দরবনে কি বেড়েছে বাঘ, জানা যাবে আজ

সুন্দরবনে বাঘ বেড়েছে না কমেছে, আজ, সোমবারেই তা জানা যাবে। আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে দেশের বাঘশুমারির ফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে বিভিন্ন রাজ্যই এই ঘোষণা করত।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৯ ০৩:২৩
Share: Save:

পর্যটকেরা গত এক বছরে সুন্দরবনে বাঘের দেখা পেয়েছেন বারবার। মৎস্যজীবীরা জানাচ্ছেন, বাঘের হামলা বেড়েছে, মারাও গিয়েছেন অনেকে। প্রশ্ন উঠছে, তা হলে কি সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়েছে?

সুন্দরবনে বাঘ বেড়েছে না কমেছে, আজ, সোমবারেই তা জানা যাবে। আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে দেশের বাঘশুমারির ফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে বিভিন্ন রাজ্যই এই ঘোষণা করত। রিপোর্ট তৈরি করতেন জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ (ন্যাশনাল টাইগার কনজ়ারভেশন অথরিটি বা এনটিসিএ)। কোটি কোটি টাকা খরচ করে জাতীয় প্রাণী সংরক্ষণের যে-প্রকল্প রয়েছে, তা কতটা ফলপ্রসূ হয়েছে, তা জানতে অপেক্ষা করছেন বন্যপ্রাণপ্রেমীরাও।

বন দফতরের এক কর্তা বলছেন, ‘‘আশা করছি, সুন্দরবনে বাঘের সংখ্যা আগের বারের থেকে বাড়বে।’’ ২০১৪ সালের শুমারিতে সুন্দরবনে ৭৬টি বাঘের কথা জানানো হয়েছিল। এ রাজ্যে ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চল দু’টি। দক্ষিণের সুন্দরবন এবং উত্তরের বক্সা। তবে বক্সায় ক’টি বাঘ আছে বা আদৌ আছে কি না, সন্দিহান অনেকেই। বাঘ দেখতে না-পেলেও সেখানে রয়্যাল বেঙ্গলের পায়ের ছাপ মিলেছে। তা দেখেই বাঘের বসত রয়েছে বলে দাবি করেন বনকর্তারা। ২০১৪ সালের শুমারিতে উত্তরবঙ্গে তিনটি বাঘের কথা জানানো হয়েছিল।

২০১৪-র বাঘশুমারি অনুযায়ী দেশে সব থেকে বেশি বাঘ ছিল কর্নাটকে— ৪০৬টি। উত্তরাখণ্ডে ৩৪০ এবং মধ্যপ্রদেশে ৩০৮টি। ওই তিনি রাজ্য জায়গা ধরে রাখতে পারে কি না, সেটাও দেখার। এনটিসিএ-র তথ্য বলছে, ২০১৫-য় গোটা দেশে ১২টি বাঘ চোরাশিকারিদের লক্ষ্য হয়েছিল। ২০১৬ এবং ২০১৭ সালে তা বেড়ে হয় যথাক্রমে ২১ এবং ২৭। ২০১৮-য় ১৩টি চোরাশিকারের ঘটনা ঘটে। তার মধ্যে লালগড়ে একটি বাঘকে মারা হয়েছিল। এ ছাড়াও ৫১টি বাঘের অপমৃত্যু হয়েছে। সেগুলি চোরাশিকার কি না, তা স্পষ্ট হয়নি এখনও।

অন্য বিষয়গুলি:

Sunderbans Royal Bengal Tiger Tiger Census Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy