ওড়িয়া গান ‘ছি ছি ছি রে ননী’ গান এখন সমাজমাধ্যমে ভাইরাল। সেই গানেরই প্যারোডি করে শান্তিপুরের বগুলায় বিজেপি নেতৃত্বকে বিঁধতে শুরু করেছে তৃণমূল। বিতর্কের কারণ— সেখানে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে জাল নথি বিক্রির অভিযোগ উঠেছে।
তৃণমূলের দাবি, গত আড়াই বছর ধরে বগুলা ২ পঞ্চায়েত বিজেপির দখলে। ওই সময়ের মধ্যেই বিজেপি পরিচালিত পঞ্চায়েতে প্রায় পাঁচ হাজার জাল নথি বিক্রি হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি কয়েক জনকে গ্রেফতারও করেছে পুলিশ।
শাসকদলের অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি বেড়েছে। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে টাকার বিনিময়ে জাল নথি বিক্রি করা হচ্ছে। তারই প্রতিবাদে পঞ্চায়েতের দেওয়ালে দেওয়ালে পোস্টার সাঁটানো হয়েছে। বিজেপি অবশ্য সেই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। নেতৃত্বের বক্তব্য, ‘‘দুর্নীতির সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। তৃণমূল রাজনৈতিক স্বার্থে এ সব করছে।’’