Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
By-Election

ভোট দিতে এলেন না পরিযায়ী শ্রমিকেরা

বুধবার রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন হয়েছে। দুপুরে পণ্ডেপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল বুথ ফাঁকা। মাঠের ধারে পাকা রাস্তায় টোটো দাঁড়িয়ে। কয়েক জন যুবক সেই টোটোয় বসে।

পণ্ডেপাড়া বুথ।

পণ্ডেপাড়া বুথ। ছবি: সৌমিত্র সিকদার।

সৌমিত্র সিকদার
গাংনাপুর শেষ আপডেট: ১১ জুলাই ২০২৪ ০৮:১১
Share: Save:

পরিযায়ী শ্রমিকদের অনেকেই রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে ভোট দিতে এলেন না। মাস দেড়েক আগে লোকসভা নির্বাচনে তাঁদের প্রায় সকলেই ভোট দিতে এসেছিলেন। দিন পনেরো আগে আবার তাঁরা কর্মস্থলে ফিরে গিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাট ২ ব্লকের দেবগ্রাম পঞ্চায়েতের পন্ডেপাড়া, পালপাড়া, মেঠোপাড়, ঢাকুরিয়া-সহ কয়েকটি এলাকার বহু যুবক বিভিন্ন রাজ্যে নির্মাণকর্মী হিসাবে কাজ করেন।

বুধবার রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন হয়েছে। দুপুরে পণ্ডেপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল বুথ ফাঁকা। মাঠের ধারে পাকা রাস্তায় টোটো দাঁড়িয়ে। কয়েক জন যুবক সেই টোটোয় বসে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে আলোচনা করছিলেন তাঁরা। সঞ্চিত সরদার নামে এক যুবক বলেন, ‘‘আমার ভাই এবং কয়েক জন আত্মীর নির্মাণ শ্রমিকের কাজ করেন। এখন তাঁরা কেরলে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভোট দিতে এসেছিলেন। নির্বাচন মিটে গেলে তাঁরা একে একে কর্মস্থলে ফিরে গিয়েছেন।’’ আর এক যুবক গোলক সরদার বলেন, ‘‘আমার এক আত্মীয় পুণেতে কাজ করে। লোকসভা নির্বাচনে তিনি বাড়ি এসেছিলেন। উপনির্বাচনের আগে চলে গিয়েছেন।’’ তাঁরা জানান, ওই গ্রামে তিনশোর কাছাকাছি যুবক পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে পাড়ি দিয়েছেন। তাঁরা উপনির্বাচনে আসেননি। যে কারণে বুথে ভিড়ছিল না।

রানাঘাট ২ নম্বর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বসু বলেন, ‘‘পরিযায়ী শ্রমিকেরা উপনির্বাচনকে খুব একটা গুরুত্ব দিতে চাননি। তাই তাঁরা আসেননি।’’ বিজেপির রানাঘাট দক্ষিণ বিধানসভার ৫ নম্বর মণ্ডল সভাপতি অরিন্দম বিশ্বাস বলেন, ‘‘কয়েক দিন আগে তাঁরা টাকা খরচ করে ভোট দিতে এসেছিলেন। আবার টাকা খরচ করে ভোট দিতে আসা সম্ভব নয়। সে জন্য আসেননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

By-Election Ranaghat Migrant Workers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE