Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Street Dog Death

চার কুকুরের মৃত্যু, খুনের অভিযোগ

বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার সেনপুর এলাকায় একাধিক পথকুকুরকে রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এই কুকুরদের বিষ খাইয়ে মারা হয়েছে বলে অভিযোগ।

এই কুকুরদের বিষ খাইয়ে মারা হয়েছে বলে অভিযোগ। ছবি : সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর  শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ০৯:২১
Share: Save:

রাতের অন্ধকারে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল একাধিক পথকুকুরের। ঘটনাটি কৃষ্ণনগরের। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কীটনাশক খাইয়ে মেরে ফেলা হয়েছে কুকুরগুলিকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার সেনপুর এলাকায় একাধিক পথকুকুরকে রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে কুকুরের মৃতদেহ উদ্ধার করে। সেগুলি কৃষ্ণনগরের পশু হাসপাতালে ময়না-তদন্তে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মোট ছ’টি পথকুকুরের মৃতদেহ মিলেছে। যদিও কোতোয়ালি থানার পুলিশের দাবি, সংখ্যাটি চার। কুকুরগুলির কী ভাবে মৃত্যু হল, কারা এর সঙ্গে জড়িত, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এলাকার পশুপ্রেমীরা জানাচ্ছেন, সেনপুর গ্রামে পথকুকুরের সংখ্যা বেশ ভালই। স্থানীয়েরা জানাচ্ছেন, ওই কুকুরেরা রাতের অন্ধকারে গোটা গ্রাম পাহারা দিয়ে থাকে। বাইরের লোকজন এলাকায় ঢুকলে কুকুরের চিৎকারে গ্রামবাসীরা সতর্ক হতে পারেন। বৃহস্পতিবার সকালে একাধিক কুকুরকে মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন গ্রামের মানুষ। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে মুরগির ছালের সঙ্গে কীটনাশক মিশিয়ে খেতে দেওয়া হয়েছিল ওই কুকুরদের। আর সেই বিষ-মেশানো খাবার খেয়েই অতগুলি কুকুরের মৃত্যু হয়েছে বলে তাঁদের অনুমান।

স্থানীয় বাসিন্দা বুদ্ধিশ্বর ঘোষ বলেন, “যে বা যারা কুকুরগুলোকে নৃশংস ভাবে মেরে ফেলল, তাদের কঠিন শাস্তি দেওয়ার দাবি করছি। আসলে কুকুরগুলো থাকলে যাদের অসুবিধা হচ্ছে, তারাই এটা করেছে বলে মনে হচ্ছে। পুলিশ তাদের খুঁজে বের করুক।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Krishnanagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE