Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Jiaganj

Jiaganj-Azimganj: যমজ শহর কি ভাগ হবে এ বার

এই ঐতিহ্যবাহী জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা এ বার ভাগীরথীর উভয় পাড়ে আলাদা আলাদা পুরসভা গঠন হতে চলেছে আগামী দিনে।

প্রদীপ ভট্টাচার্য
জিয়াগঞ্জ শেষ আপডেট: ২৯ মে ২০২২ ০৮:০৩
Share: Save:

ভাগীরথীর দু’পারে যমজ শহর জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা। অটুট বন্ধনে আবদ্ধ ১২৫ বছর। এই ঐতিহ্যবাহী জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা এ বার ভাগীরথীর উভয় পাড়ে আলাদা আলাদা পুরসভা গঠন হতে চলেছে আগামী দিনে।

জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার পুরপ্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘‘বর্তমান পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে আজিমগঞ্জের চারটি ওয়ার্ড ও জিয়াগঞ্জে ১৩টি ওয়ার্ড। পুরসভার প্রধান কার্যালয় আজিমগঞ্জ হওয়ার দরুন খুব স্বাভাবিক ভাবেই জিয়াগঞ্জের তেরোটা ওয়ার্ডের মানুষজনকে বিভিন্ন কাজে গঙ্গা পারাপার হয়ে সময়ে অসময়ে আজিমগঞ্জ যেতে হয়। এটা একটা সাধারণ মানুষের ক্ষেত্রে বড় সমস্যার কারণ। দ্বিতীয়ত, আজিমগঞ্জ পুর এলাকা সংলগ্ন ঐতিহাসিক স্থানগুলি যেমন, রানি ভবানী মন্দির, চারবাংলা মন্দির, ডাহাপাড়া ধাম, কিরীটেশ্বরী মন্দির সবগুলোই মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আগামীতে এই সব এলাকাগুলো আজিমগঞ্জ পুরসভার অন্তর্ভুক্ত হলে এই ঐতিহাসিক স্থানগুলোর যথাযথ উন্নতি সাধনের ক্ষেত্রে এই বিভাজন আবশ্যিক। একই ভাবে জিয়াগঞ্জের বিস্তীর্ণ এলাকার মানুষ গঙ্গার উপর দিয়ে পারাপার থেকে রেহাই পাবে।’’

মুর্শিদাবাদের জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী বলেন, ‘‘ওই পুরসভাকে ভেঙে দু’টি নতুন পুরসভা করার জন্য রাজ্যে এক বছর আগেই প্রস্তাব পাঠানো হয়েছে। তবে প্রস্তাব অনুমোদনের বিষয়ে এখন কোনও নির্দেশিকা পাইনি।’’

জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শাওনি সিংহ রায় বলেন, ‘‘জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুর এলাকার মানুষের বৃহত্তর স্বার্থে, আমরা আবেদন জানিয়েছি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে। দু’পারে দু’টো পঞ্চায়েত এলাকা জিয়াগঞ্জের সঙ্গে বাহাদুরপুর এবং আজিমগঞ্জের সঙ্গে মুকুন্দবাগ পঞ্চায়েত এলাকা সংযুক্ত করা হবে বলে মনে হয় আগামীতে। এ বিষয়ে আমরা আশাবাদী, জনসাধারণের সুবিধার্থে এটা কার্যকরী হবে।’’

এ বিষয়ে জিয়াগঞ্জ আজিমগঞ্জ সিপিএম লোকাল কমিটির সম্পাদক ও পুরবোর্ডের প্রাক্তন কাউন্সিলর অনুপ চক্রবর্তী বলেন, ‘‘দু’টি ভিন্ন পুরসভায় যদি দু’টো পঞ্চায়েত ঢুকে যায়, তা হলে কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে আগামী দিনে। এটা বাস্তবিকই খুব সদর্থক পদক্ষেপ। মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা। আজিমগঞ্জে যেসব ঐতিহাসিক স্থানগুলো আছে, যেগুলো আগামীতে পর্যটন স্থান হিসেবে বিশেষ গুরুত্ব পাবে বলে মনে হয়। অতীতেও এই স্থানের উন্নয়নের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Jiaganj Jiaganj Azimganj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE