মেলায় গ্যাস বেলুনের (হিলিয়াম) সিলিন্ডার ফেটে ভয়াবহ কাণ্ড নদিয়ার কল্যাণীর ঘোড়াগাছায়। শনিবার রাতে ওই দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবতীর। গুরুতর জখম হলেন বেলুন বিক্রেতা এবং মেলায় ঘুরতে যাওয়া কয়েক জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কল্যাণীর সগুনা গ্রাম পঞ্চায়েতের ঘোড়াগাছায় মিলন মেলায় গ্যাস বেলুনের স্টল দিয়েছিলেন শরিফুল মণ্ডল। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর গ্যাস বেলুন সিলিন্ডারটি ফেটে যায়। ওই সময়ে বেলুনের দোকানের সামনে ছিলেন ২২ বছরের মুসকান মণ্ডল। তিনি গুরুতর জখম হন।
তড়িঘড়ি তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বেলুন বিক্রেতা শরিফুলকেও ওই একই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে খবর। দুর্ঘটনায় জখম হয়েছেন বেলুন বিক্রেতার ভাই রফিকুল। এক জনকে কল্যাণী এমস এবং অন্য জনকে কলকাতার এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, মেলায় পুলিশি পাহারা ছিল। তবে রাতের দিকে মেলায় লোকজন অল্পই ছিলেন। আচমকা তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। শব্দ শুনে আশপাশের দোকানদার এবং স্থানীয় বাসিন্দারা ছুটে যান অকুস্থলে। দগ্ধ এবং রক্তাক্ত শরিফুল, রফিকুল ও মুসকানকে অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয় হাসপাতালে।
আরও পড়ুন:
প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনার পরেই মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, সিলিন্ডারে গ্যাস লিক বা চাপ বেড়ে যাওয়ায় বিস্ফোরণ হয়েছে। মুসকানের পরিবার এবং স্থানীয়দের একাংশ অবশ্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনার তদন্ত করেছে পুলিশ।