দু’টি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। সোমবার এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার হাউজ়নগর কৃষি মান্ডি সংলগ্ন এলাকায়। কে বা কারা ওই বোমা রেখে গিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে শমসেরগঞ্জের হাউজ়নগর কৃষি মান্ডির উল্টো দিকে একটি আমবাগানে হানা দেয় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় দু’টি ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘটনাস্থল ঘিরে রেখে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। কে বা কারা আমবাগানে বোমা গুলো রেখেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। দু’টি ব্যাগে প্রায় ১৫টি বোমা রয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।
আরও পড়ুন:
এ নিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ভিজি সতীশ বলেন, ‘‘বিভিন্ন সূত্র মারফত আমরা যেখান থেকেই খবর পাচ্ছি সেখানে অভিযান চালাচ্ছি। বেআইনি অস্ত্র উদ্ধারে জেলা পুলিশ সদা সতর্ক।’’