Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Mamata Banerjee Darjeeling Tour

শেষ মুহূর্তে দার্জিলিং সফর বাতিল মমতার, শহরে থেকে তদারক করতে চান করমণ্ডল দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতির

সোমবার থেকে তিন দিনের দার্জিলিং সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতার। কিন্তু সেই সফর বাতিল করে দেওয়া হয়েছে। নবান্নের তরফে আনুষ্ঠানিক ভাবে সফর বাতিলের কারণ জানানো হয়নি।

Darjeeling tour of CM Mamata Banerjee has been cancelled.

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুন ২০২৩ ১২:৩৪
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং সফর বাতিল। তিন দিনের সফরে সোমবারই দার্জিলিঙের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মমতার। কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। নবান্নের তরফে সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রীর সফর বাতিলের কথা জানানো হয়েছে। কিন্তু কেন হঠাৎ পূর্বপরিকল্পিত এই সফর বাতিল করা হল, তা জানানো হয়নি।

যদিও নবান্ন সূত্রে মমতার দার্জিলিং সফর বাতিলের বেশ কিছু কারণ উঠে আসছে। মনে করা হচ্ছে, ওড়িশায় দুর্ঘটনা পরিস্থিতিতেই দার্জিলিং সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে বাংলার বহু মানুষ মারা গিয়েছেন। শনিবার থেকে ক্রমাগত মৃত্যুসংবাদ আসছে এ রাজ্যে। এখনও বহু মৃতদেহ শনাক্ত করা যায়নি। বাংলার অনেকেই এখনও নিখোঁজ। এই পরিস্থিতি শহরে থেকেই পরিস্থিতি মোকাবিলা করতে চান মমতা। তাই এখনই দার্জিলিং যাচ্ছেন না তিনি।

শুক্রবার রাতে বালেশ্বরের বাহানগা বাজারের কাছে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৮৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে রেল (যদিও ওড়িশা সরকারের হিসাবে মৃতের সংখ্যা ২৭৫)। শনিবার সকালেই কপ্টারে করে বালেশ্বরে পৌঁছে যান মমতা। সেখানে গিয়ে উদ্ধারকাজ-সহ গোটা পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথাও বলেন। তার পর সে দিনই ফিরে আসেন কলকাতায়।

নবান্ন সূত্রে খবর, এই ওড়িশার দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতেই মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফর আপাতত বাতিল করা হল। তা ছাড়া, রাজ্যে আগামী কয়েক দিন তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। তা-ও সফর বাতিলের একটি কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

ঘটনাচক্রে, সোমবারই সকালে কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বিদেশযাত্রায় বাধা দিয়েছে অভিবাসন দফতর। তাঁর সঙ্গে তাঁর দুই সন্তানও ছিল। তাঁদের বিমানে উঠতে দেওয়া হয়নি। বিমানবন্দর থেকেই সন্তানদের নিয়ে ফিরে যান রুজিরা। অভিবাসন দফতর সূত্রে খবর, ইডির একটি মামলায় অভিষেক-পত্নীর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। সেই কারণেই তাঁকে আটকানো হয়েছে। এ দিকে, অভিষেক নিজে এখন শহরে নেই। তিনি তৃণমূলের নবজোয়ার যাত্রার কর্মসূচিতে ব্যস্ত। সোমবার তাঁর কর্মসূচি আছে হুগলিতে।

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Darjeeling Odisha Triple Train Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy