শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ারগামী তিস্তা তোর্সা এক্সপ্রেসের অসংরক্ষিত কামরায় আগুনের আতঙ্কে চাঞ্চল্য ছড়াল। আতঙ্কিত যাত্রীরাই থামান ট্রেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সালারের ঘটনা।
জানা গিয়েছে, সন্ধ্যা ৭টা নাগাদ ট্রেন সালারের কাছে পৌঁছলে অসংরক্ষিত কামরার দরজার সামনে দাঁড়িয়ে এবং বসে থাকা কয়েক জন যাত্রী হঠাৎই ট্রেনের নীচ থেকে ধোঁয়া এবং আগুনের ফুলকি বেরোতে দেখেন। তাঁরা আতঙ্কে চিৎকার শুরু করলে হুড়োহুড়ি পড়ে যায় বাকিদের মধ্যেও। বেশ কয়েক জন লাফও দেন ট্রেন থেকে। এর পরে ভেতরে থাকা কয়েকজন যাত্রী তৎক্ষণাৎ চেন টেনে ট্রেনটিকে থামিয়ে দেন। খবর পেয়ে ট্রেনের চালক এবং ম্যানেজার এসে পৌঁছন ওই কামরায়। নেওয়া হয় উপযুক্ত পদক্ষেপ। বেশ কিছু ক্ষণের জন্য দাঁড়িয়ে থেকে এক্সপ্রেস। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেন।