ডিজেলেরও সেঞ্চুরি। নিজস্ব চিত্র।
সর্ষের তেলের দাম ডবল সেঞ্চুরির আশপাশে ঘোরফেরা করছে। মাস তিনেক আগেই পেট্রলের দাম সেঞ্চুরি পার করছে। শনিবার ডিজেলের দামও সেঞ্চুরি পার করল মুর্শিদাবাদে। যার জেরে কপালে চিন্তার ভাজ পড়েছে মধ্যবিত্তের। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা যেমন দেখা দিয়েছে, তেমনই পরিবহণ খরচ বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। শনিবার বহরমপুরে লিটার পিছু ডিজেলের দাম হয়েছে ১০০ টাকা ৪ পয়সা, পেট্রলের দাম ১০৮ টাকা ৮০ পয়সা, হরিহরপাড়ায় ডিজেলের দাম লিটার পিছু ১০০ টাকা ১৮ পয়সা, পেট্রলের দাম ১০৮ টাকা ৯৫ পয়সা। পেট্রপণ্যের দাম বৃদ্ধির জেরে মাথায় হাত পড়েছে পরিবহণ ব্যবসায়ী থেকে কৃষকদেরও।
পেট্রল-ডিজেলের ব্যবসায়ীরা জানাচ্ছেন, পেট্রপণ্যের দাম বৃদ্ধি সকলের পক্ষে ক্ষতিকর। হরিহরপাড়ার পেট্রোল পাম্পের জাহাঙ্গীর বিশ্বাস মালিক বলেন, ‘‘পেট্রল-ডিজেলের দাম বেশি হওয়ার কারণে আমাদের বেশি বিনিয়োগ করতে হচ্ছে। অথচ লাভের পরিমাণ একই থাকছে। ফলে পেট্রপণ্যের দাম বৃদ্ধি সকলের পক্ষের ক্ষতিকর। তাই দাম কমানোর দাবি জানাচ্ছি।’’
কৃষি দফতরের কর্তারা জানান, বোরো ধানের মরসুম আসন্ন। জানুয়ারি মাসে বোরো ধান লাগানো শুরু হবে। কৃষি দফতরের কর্তারা জানান, মুর্শিদাবাদে বোরো ধান চাষ সেচ নির্ভর। এই ধানে প্রচুর পরিমাণ জলসেচের প্রয়োজন হয়। জেলায় প্রায় ৯০ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়। জেলার বহু কৃষক শ্যালো মেশিনের (পাম্পসেটের) মাধ্যমে বোরো ধানের জমিতে জলসেচ দেন। আর সেই মেশিন সেট ডিজেলে চলে। ডোমকলের ধান চাষি আনারুল ইসলাম বলেন, ‘‘আমার মেশিন (পাম্প সেটের) মাধ্যমে মাটির তলার জল তুলে বোরো ধানে জলসেচ দিই। মেশিন ডিজেলে চলে। এক বিঘা জমিতে দৈনিক দেড় থেকে দু’ঘণ্টা জলসেচ দিতে হয়। প্রতি ঘণ্টায় এক লিটার ডিজেলের প্রয়োজন।’’ তাঁর দাবি, ‘‘একশো টাকার উপরে ডিজেল কিনে জলসেচ দিয়ে বোরো ধানে লাভ হবে না। জলসেচের খরচ আগের থেকে বেড়ে যাবে। কী করব ভেবে পাচ্ছি না।’’
লকডাউনের জেরে দীর্ঘদিন বাস বন্ধ থাকার পরে গত ১ জুলাই থেকে শর্ত সাপেক্ষে বেসরকারি বাস পরিষেবা চালু হয়েছে। সরকারের তরফ থেকে বাসের ভাড়া না বাড়ালেও বাস ব্যবসায়ীরা অনুদানের নাম করে ১ জুলাই থেকে মুর্শিদাবাদে বাসের ভাড়া ২৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে। ফের ডিজেলের দাম বাড়ায় বাস ব্যবসায়ীরা সঙ্কটের মুখে পড়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy