Advertisement
২৮ নভেম্বর ২০২৪
coronavirus

Coronavirus in West Bengal: সংক্রমণ কমছে, করোনার রোগী নেই হাসপাতালে

এপর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৩২২ জনের। এদিন জেলা জুড়ে ৬৭ জন করোনা অ্যাক্টিভ রোগী রয়েছে।

করোেনা কমলেও মানুষ বেপরোয়া।

করোেনা কমলেও মানুষ বেপরোয়া। ছবি: গৌতম প্রামাণিক

সামসুদ্দিন বিশ্বাস
বহরমপুর শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ০৬:৩০
Share: Save:

সংক্রমণ কমতে থাকায় রোগী শূন্য হল মুর্শিদাবাদের করোনা হাসপাতালগুলি। সরকারি বেসরকারি মিলিয়ে জেলার ১৬টি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা করানো হয়য়। সূত্রের খবর, এদিন জেলার সব হাসপাতালেই করোনা রোগী শূন্য রয়েছে। যার জেরে স্বস্তিতে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দফতর।

সূত্রের খবর, দুটি করোনা হাসপাতাল সহ জেলার মোট সাতটি সরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য ৮৮৫ টি শয্যা রয়েছে। সব কটিতেই করোনা রোগী শূন্য রয়েছে। তেমনই জেলায় ১৬ টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে ২৭৮ টি শয্যা রয়েছে। তার সব ক’টি শয্যা ফাঁকা রয়েছে।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি অমিয়কুমার বেরা বলেন, ‘‘প্রথম ঢেউয়ের শেষের দিকে করোনা সংক্রমণ কমে যাওয়ায় সে সময় কিছু দিন মাতৃসদন করোনা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী শূন্য হয়েছিল। ফের গত কয়েক দিন থেকে এই দু’টি জায়গায় করোনা রোগী শূন্য রয়েছে।’’

তিনি আরও জানান, রোগী কমে যাওয়ায় আমরা হাত গুটিয়ে বসে নেই। পরবর্তী ঢেউ আসতে পারে ধরে নিয়ে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। তেমনই মানুষকেও তাঁরা বলছেন করোনা কমে গিয়েছে ঠিকই। তাই বলে আত্মতুষ্টিতে ভুগে বেপরোয়া ভাবে ঘোরাফেরা করবেন না। করোনা সুরক্ষাবিধি মেনে চলুন।

জঙ্গিপুর মহকুমা হাসপাতালে করোনা ওয়ার্ডে ১০০ টি শয্যা রয়েছে। তবে সেখানে করোনা পজ়িটিভ কোনও রোগী ভর্তি নেই। ওই হাসপাতালের সুপার সায়ন দাস বলেন, ‘‘আমাদের হাসপাতালে করোনা পজ়িটিভ কোনও রোগী নেই ভর্তি নেই। এখানে সারি ওয়ার্ডে কিছু রোগী ভর্তি রয়েছে।’’

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এক সময় মুর্শিদাবাদে করোনা সংক্রমণের হার ছিল ২৫ শতাংশ। অর্থাৎ যত জনের করোনা পরীক্ষা করা হত তার ২৫ শতাংশ পজ়িটিভ হত। পরে কমতে কমতে এখন .২ শতাংশে (দশমিক দুই শতাংশে) এসে দাঁড়িয়েছে। এখন দৈনিক এক দু’জন করে করোনা আক্রান্ত হচ্ছেন। তবে তাঁরা হাসপাতালে না গিয়ে হোম আইসোলেশনে থাকছেন। যার ফলে হাসপাতালগুলিও করোনা রোগী শূন্য হয়ে পড়েছে।

জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ স্তিমিত। এ ছাড়া আগের তুলনায় মানুষের সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ নির্ণয় করে চিকিৎসা, আক্রান্তের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা, সর্বোপরি করোনার টিকাকরণের কাজ চলছে। যার জেরে করোনা সংক্রমণও কমতে শুরু করেছে।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রবিবার জেলায় ৮ জনের করোনা পজ়িটিভ হয়েছে। এই ৮ জনকে নিয়ে এ পর্যন্ত জেলায় ৩৩ হাজার ৬৫৯ জন করোনা আক্রান্ত হলেন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ২৭০ জন। এপর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৩২২ জনের। এদিন জেলা জুড়ে ৬৭ জন করোনা অ্যাক্টিভ রোগী রয়েছে। তাঁরা সকলেই হোম আইসোলেশনে রয়েছে বলে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

অন্য বিষয়গুলি:

coronavirus COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy