তখন চলছে মারামারি। বুধবার নাকাশিপাড়ায়। নিজস্ব চিত্র।
দলের সভায় আসার কথা কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর। তার আগেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দলের দুই গোষ্ঠীর কর্মীরা। কংগ্রেসের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বুধবার নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটি ধিক্কার সভার আয়োজন করেছিল। পরে অধীর বলেন, “খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমি সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।”
গত ১৪ মে রাতে নাকাশিপাড়া ব্লকের যুগপুরে কংগ্রেসের কার্যালয়ে আগুন লেগে যায়। পরের দিন বিকালে নদিয়া জেলা কংগ্রেসের সভাপতি অসিম সাহা সেখানে এসে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন। যদিও ওই অভিযোগ উড়িয়ে দেয় তৃণমূল। সেখানেই অধীরের সভার আয়োজন হয়েছিল। কিন্তু শুরুতেই ব্লক সভাপতির পদ নিয়ে আনিসুর রহমান ও পুলক সিংহের সমর্থকদের মধ্যে বচসা, তা থেকে হাতাহাতি বেধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পুলক-পক্ষের চার জন আহত হন, বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওযা হয়েছে।
দীর্ঘদিন ধরেই নাকাশিপাড়া ব্লক কংগ্রেস সভাপতির পদ নিয়ে কোন্দল জিইয়ে রয়েছে। গত লোকসভা নির্বাচনের আগে ব্লক সভাপতি পরিবর্তন করে আনিসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আবার বিধানসভা ভোটের আগেই আনিসুরকে সরিয়ে প্রদেশের পক্ষ থেকে পুলক সিংহকে দায়িত্ব দেওয়া হয়। আনিসুরকে স্থান দেওয়া হয় জেলা কমিটিতে। ভোট মেটার কয়েক মাসের মধ্যেই আবার জেলার তরফে আনিসুরকে দায়িত্ব দিতেই পরিস্থিতি ঘোরালো হয়। বারংবার পুলক সিংহ নিজেকে ব্লক সভাপতি বলে দাবি করতে থাকেন। আবার আনিসুরও নিজেকে ব্লক সভাপতি বলে দাবি করেন।
এই নিয়ে দ্ব্ন্দ্ব চলছিলই। বুধবার ধিক্কার সভার জন্য পুলিশের অনুমতি নেওয়ার ব্যাপারে ব্লক কংগ্রেস সভাপতি হিসেবে পুলককেই সক্রিয় হতে দেখা যায়। ও দিকে, সভামঞ্চ ও বিভিন্ন পোস্টারের নীচে ব্লক সভাপতি হিসেবে আনিসুর রহমানের নাম লেখা হয়েছিল। এ দিন সভার শুরুতেই মঞ্চ থেকে আনিসুর রহমানকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এর পরেই বেশ কিছু পুলক অনুগামী মঞ্চে উঠে জেলা সভাপতি অসীম সাহার সামনেই মাইক কেড়ে নিতে যান। তাতেৈই গোলমাল বেধে যায়।
পরে পুলক সিংহ দাবি করেন, “কয়েক জন যুবক এসে সভার শুরুতেই কয়েক জন কর্মীকে মারধর করে। তারা কারা বা কেউ পরিকল্পনা করে এটা করেছে কিনা, ওই ভিড়ের মধ্যে তা বুঝতে পারিনি।" আবার আনিসুরের দাবি, “কর্মীদের চেয়ারে বসা নিয়ে বচসা হয়েছিল। তবে আমি বিষয়টি মিটিয়ে দিই।” নদিয়া জেলা কংগ্রেস সভাপতি অসীম সাহার বক্তব্য, “আবেগের কারণে এ রকম হয়েছে। এটা ছোট বিষয় হলেও লজ্জাজনক।” ব্লক সভাপতি আসলে কে তা জানতে চাওযা হলে তিনি বলেন, “বিষয়টি নিয়ে আলোচনার পরেই বলব।"
এ প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, “আমি এই ঘটনার তীব্র নিন্দা করি।” নাকাশিপাড়া ব্লক কংগ্রেস সভাপতি আসলে কে? অধীর বলেন, “ব্লক সভাপতির তালিকা আমার কাছে নেই। তালিকা থাকলে আমি জানিয়ে দিতে পারতাম।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy