তৃণমূল বিধায়ক তথা ব্যবসায়ী জাকির হোসেনের অফিস ও কারখানায় মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালালেন সিজিএসটি আধিকারিকেরা। জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রী তথা বিড়ি ব্যবসায়ী জাকিরের বিরুদ্ধে। মঙ্গলবার প্রায় সাড়ে ১০ ঘণ্টা অভিযানের পর মুর্শিদাবাদ ছাড়েন তদন্তকারীরা। তার মাঝে কিছু ক্ষণের জন্য বাড়ি গিয়েছিলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক।
জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পণ্য ও পরিষেবা কর ফাঁকি দেওয়ার অভিযোগে তল্লাশি অভিযান শুরু হয় বিকেল ৪টে নাগাদ। জিএসটি আধিকারিকরা জাকিরের সংস্থার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি, খতিয়ে দেখা হয় বিভিন্ন নথি। সূত্রের খবর, মোট আটটি জায়গায় চালানো তল্লাশি হয়। তদন্তকারীদের সঙ্গেই ছিলেন জাকির। তাঁর কারখানা, অফিসে অভিযানের ফাঁকে ১৫ মিনিটের জন্য এক বার নিজের বাড়ি গিয়েছিলেন বিধায়ক। রাতে এক বার তাঁর নামের ফেসবুক প্রোফাইল থেকে ‘লাইভ’ হয়েছিল। বিধায়ক ঘনিষ্ঠদের দাবি, তদন্তে সব রকম সহযোগিতা করছেন জাকির।
আরও পড়ুন:
এর আগে ২০২৩ সালে জাকিরের বাড়িতে হানা দিয়েছিলেন আয়কর বিভাগের আধিকারিকেরা। উদ্ধার হয়েছিল প্রায় ৯ কোটি টাকা। তবে প্রাক্তন মন্ত্রীর দাবি ছিল, ওই টাকা কর্মীদের বেতন দেওয়ার জন্য। তিনি অভিযোগ তুলে বলেছিলেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তাঁকে কালিমালিপ্ত করা হচ্ছে। মঙ্গলবারের অভিযান প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বিধায়কের।