Advertisement
১০ জানুয়ারি ২০২৫

টুকরো খবর

স্ত্রীকে বিষ খাইয়ে মারতে চেয়েছে বলে বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার বড়ঞা থানায় অভিযোগ দায়ের করেন তাঁলোয়া গ্রামের বাসিন্দা মনোজ দে। তিনি জানান, বছর আটেক আগে তাঁর বিয়ে হয় বীরভূমের আমোদপুর গ্রামের বাসিন্দা বনলতাদেবীর সঙ্গে।

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৪ ০১:১৩
Share: Save:

গৃহবধূ নির্যাতন, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • কান্দি

স্ত্রীকে বিষ খাইয়ে মারতে চেয়েছে বলে বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার বড়ঞা থানায় অভিযোগ দায়ের করেন তাঁলোয়া গ্রামের বাসিন্দা মনোজ দে। তিনি জানান, বছর আটেক আগে তাঁর বিয়ে হয় বীরভূমের আমোদপুর গ্রামের বাসিন্দা বনলতাদেবীর সঙ্গে। তারপর থেকে তাঁরা আমোদপুরেই থাকেন। পুজোর পর মনোজবাবু স্ত্রী-পুত্রকে নিয়ে তাঁলোয়ার বাড়িতে আসেন। অভিযোগ এ দিন তাঁর অনুপস্থিতিতে স্ত্রীর মুখে জোর করে বিষ ঢেলে দেন পরিবারের লোকেরা। বনলতাদেবীকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মনোজবাবু অভিযোগ করেছেন তাঁর বাবা মানিক দে, মা ভাগ্যবতী দে, ভাই বিশ্বজিত্‌ ও তাঁর স্ত্রী ঝুমাদেবীর বিরুদ্ধে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মানিকবাবু ও ভাগ্যবতীদেবীকে আটক করেছে। মনোজবাবু বলেন, “বিয়ের পর থেকেই আমার স্ত্রীকে ওঁরা দেখতে পারে না। এর আগেও তিনবার খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল।” এ দিকে দে পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁলোয়া গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, সম্পত্তির লোভেই এমন কাণ্ড করেছেন মনোজ। প্রতিবেশী গোপাল দে ও প্রতিমা দে জানান, এর আগেও নিজে বিষ খেয়ে ভয় দেখিয়েছে বনলতা। সম্পন্ন চাষি মানিকবাবুর সাত বিঘা জমি মনোজের নামে লিখে দেওয়া নিয়েই অশান্তি। ইচ্ছাকৃত ভাবেই মনোজ বাবা, মা-র বিরুদ্ধে অভিযোগ করেছে বলে মনে করেন তাঁরা।

মুক্তদহে জমজমাট একদিনের ফুটবল
নিজস্ব সংবাদদাতা • করিমপুর

মুক্তদহ বিনয় বাদল দীনেশ ক্লাবের পরিচালনায় বৃহস্পতিবার একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মুক্তাদহ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। ১৯৯৮ সালে শুরু হওয়া এই খেলায় আজ করিমপুর ও অন্যান্য এলাকার মোট আটটি দল অংশ নিয়েছিল। দলগুলি কড়ুইগাছি সিধু কানু আদিবাসী সঙ্ঘ, কেচুয়াডাঙা সিনিয়র দল, ফুনকাতলা বাঙ্কার ক্লাব, দিঘলকান্দি কিশোর সঙ্ঘ, বালিয়াডাঙা ইয়ংস্টার ক্লাব, আরবপুর আদিবাসী ক্লাব, কেচুয়াডাঙা সুব্রত একাদশ ও মুক্তাদহ বিনয় বাদল দীনেশ ক্লাব।

তুঙ্গ মুহূর্ত। হোগলবেড়িয়ায় তোলা কল্লোল প্রামাণিকের ছবি।

খেলার শুরুতে দিঘলকান্দি কিশোর সঙ্ঘ ৩-০ গোলে বালিয়াডাঙা ইয়ংস্টার ক্লাবকে, কড়ুইগাছি সিধু কানু আদিবাসী সঙ্ঘ টাইব্রেকারে ২-১ গোলে আরবপুর আদিবাসী ক্লাবকে, মুক্তাদহ বিনয় বাদল দীনেশ ক্লাব টাইব্রেকারে ২-১ গোলে কেচুয়াডাঙা সুব্রত একাদশকে ও ফুনকাতলা বাঙ্কার ক্লাব ১-০ গোলে কেচুয়াডাঙা সিনিয়র দলকে পরাজিত করে সেমি ফাইনালে ওঠে। ফাইনালে দিঘলকান্দি কিশোর সঙ্ঘ টাইব্রেকারে রানার্স ফুনকাতলা বাঙ্কার ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

জওয়ানের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • চাপড়া

সহকর্মীর গুলিতে মারা গেলেন এক বিএসএফের জওয়ান। বৃহস্পতিবার চাপড়ার হৃদয়পুর বিওপিতে নিহত জওয়ানের নাম অনিল কুমার রেড্ডি (৪২)। বাড়ি অন্ধ্রপ্রদেশে। তিনি ১১৯ নম্বর ব্যাটেলায়ানের জওয়ান ছিলেন। ওই ঘটনায় মৃতের সহকর্মী নিনমা রমেশ কুমারকে গ্রেফতার করা হয়েছে। কেন তাঁকে গুলি করা হল তা খতিয়ে দেখছে বিএসএফ।

সোনা-সহ ধৃত

পাঁচটি সোনার বিস্কুট-সহ এক ভারতীয়কে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। ধৃতের নাম সুকুমার হালদার। তাঁর বাড়ি চাপড়া থানার হুদোপাড়া গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় নলুয়াপাড়া সীমান্তে দুই ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তল্লাশি চালায় বিএসএফ। সুকুমারের কাছ থেকে উদ্ধার হয় ৫৪৩ গ্রাম ওজনের সোনার বিস্কুট। যার আর্থিক মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। বুধবার গভীর রাতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। বিএসএফ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে পাচার করার জন্যই বিস্কুট গুলি তারা নিয়ে যাচ্ছিল।

চুরির চেষ্টা

বেলডাঙার কালীতলা শাখায় বুধবার রাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির উদ্দেশে জানালা ভাঙল দুষ্কৃতীরা। যদিও ভেতরে ঢুকতে পারেনি তারা। পরদিন সকালে ব্যাঙ্কের একটি জানালা ভাঙা দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা জায়গাটি ঘুরে দেখে। এলাকাবাসীদের সঙ্গে কথাবার্তাও বলে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ থেকে বিষয়টিকে খতিয়ে দেখার জন্য পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।

কৃষ্ণনগর স্টেশনে চলছে তল্লাশি

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy