মহিলা সহকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছেন এক পুলিশ আধিকারিক। রানাঘাট পুলিশ জেলার চাকদহ থানা বৃহস্পতিবার অভিযুক্ত ওই আধিকারিককে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্য রাস্তায় এক মহিলা কনস্টেবলকে আটকে তাঁর শ্লীলতাহানি করেছিলেন অভিযুক্ত। চাকদহ থানার পুলিশ এই ঘটনার কথা জানতে পেরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই মহিলা কনস্টেবলও অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন ওই পুলিশ আধিকারিক। জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসেও মহিলা কনস্টেবল ওই আধিকারিকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, বেআইনিভাবে আটক, মারধর, ভীতি প্রদর্শন করা-সহ আরও বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে।
চাকদহ থানা সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক। তিনি কৃষ্ণনগর পুলিশ জেলায় ডিআইবিতে কর্মরত। তাঁকে চাকদহ এলাকা থেকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়।