চার পরীক্ষার্থী ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠল লালগোলায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার লালগোলা থানার ময়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, পণ্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ওই পরীক্ষার্থীরা একটি চার চাকা গাড়িতে করে পরীক্ষা দিতে যাচ্ছিল রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসায়। তখন তাঁদের গাড়ির সঙ্গে একটি অটোর ধাক্কা লাগে। এরপরই কয়েক জন ওই গাড়ির চালককে নামিয়ে মারধর করেন বলে অভিযোগ। ছাত্রীরা বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। যদিও পরে তিন জন ছাত্রী জঙ্গিপুর মহকুমা হাসপাতালে থেকেই পরীক্ষা দেয় বলে জানা গিয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে লালগোলা থানার পুলিশ বলে খবর। যাদের এক জন অটো চালক ও অপর জন স্থানীয় বাসিন্দা বলে লালগোলা থানার পুলিশ জানায়।
জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক সাহজাহান বলেন, ‘‘আমাদের বিদ্যালয়ে পণ্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছিল এ দিন। আমরা জানতে পারি, ছাত্রীরা পরীক্ষা দিতে আসার সময় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ও অশান্তির সৃষ্টি হয়। ছাত্রীদেরকেও মারধর করা হয়। চার জন ছাত্রী জখম হয়। তার মধ্যে তিন জন ছাত্রী হাসপাতাল থেকেই পরীক্ষা দেয়। অপর এক পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্র থেকেই পরীক্ষা দেয়।" জখম পরীক্ষার্থীদের এক অভিভাবক বলেন, "আমার ভাইঝি এখনও হাসপাতালে ভর্তি। ঘন ঘন অজ্ঞান হয়ে পড়ছে সে। পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।"
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)