নদিয়ার হাঁসখালি থানা এলাকার এক যুবকের কাছ থেকে দেশি-বিদেশি মিলিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শুভ্রজিৎ গঙ্গোপাধ্যায়কে। শুক্রবার রানাঘাট আদালতে হাজির করানো হয় অভিযুক্তকে। বিচারক তাঁকে পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত পারিবারিক জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে। গত কয়েক মাস আগে হাঁসখালি থানার বগুলা বাজার মধ্যপাড়ায় জমির বিবাদ নিয়ে গুলি ছোড়ার অভিযোগ ওঠে শুভ্রজিতের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শুভ্রজিতকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁর কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত সুপার লাল্টু হালদার বলেন, “অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরীক্ষা করা হচ্ছে। কী ভাবে তাঁর কাছে এই অস্ত্র এল, তা খতিয়ে দেখা হচ্ছে।” তিনি আরও জানান, পারিবারিক জমি বিবাদকে ঘিরে আগের ঘটনাও তদন্তের আওতায় আসবে।
আরও পড়ুন:
পুলিশের আবেদন মেনে শুভ্রজিৎকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্ত্রের উৎস, সংশ্লিষ্ট ‘নেটওয়ার্ক’ এবং জমি বিবাদের জেরে হামলার পিছনের যোগসূত্র খুঁজতে তদন্ত করা হবে।